Advertisment

Railways RITES recruitment 2019: রাইটসে নিয়োগ, চার লক্ষের অধিক বেতন

RITES Railways recruitment: ১৮ সেপ্টেম্বর ২০১৯ থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া, চলবে ১০ অক্টোবর পর্যন্ত। খুব শীঘ্রই জানা যাবে পরীক্ষার দিনক্ষণ। মোট ৪৭টি শূন্যপদে নিয়োগ করবে রেলমন্ত্রকের এই সংস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

RITES Recruitment 2019 Notification: রেলমন্ত্রকের অধীন রাইটস সংস্থার সাইট ইনস্পেক্টর (সিভিল), সাইট ইনস্পেক্টর (ইলেক্ট্রিকাল এবং মেকানিকাল) এবং অন্যান্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। আগ্রহী প্রার্থীরা রাইটসের সরকারি ওয়েবসাইট rites.com-এ গিয়ে আবেদন করতে পারবেন।

Advertisment

ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। ১৮ সেপ্টেম্বর ২০১৯ থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া, চলবে ১০ অক্টোবর পর্যন্ত। খুব শীঘ্রই জানা যাবে পরীক্ষার দিনক্ষণ। মোট ৪৭টি শূন্যপদে নিয়োগ করবে রেলমন্ত্রকের এই সংস্থা।

আরও চাকরির খবর পড়ুন এখানে

শূন্যপদের বিবরণ-

মোট শূন্যপদ- ৪৭

সাইট ইনস্পেকটর (সিভিল)- ২৫
সাইট ইনস্পেক্টর (ইলেক্ট্রিকাল এবং মেকানিকাল)- ৭
ক্যাড অপারেটর- ১৫

বয়সসীমা:

আবেদনকারীদের বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা:

সাইট ইনস্পেক্টর (সিভিল)- এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা প্রাপ্ত হতে হবে।

সাইট ইনস্পেক্টর (ইলেক্ট্রিকাল এবং মেকানিকাল)- উক্ত পদের জন্য প্রার্থীদের ইলেক্ট্রিকাল/ ইলেক্ট্রিকাল এবং ইলেকট্রনিক্স/ মেকানিকাল/ প্রোডাকশন/ ইন্ডাস্ট্রিয়াল/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকতে হবে।

আরও পড়ুন- সরকারি ব্যাঙ্কে ১২ হাজার শূন্যপদে নিয়োগ

কীভাবে আবেদন করবেন?

* রাইটস-এর অফিসিয়াল ওয়েবসাইট rites.com -এ যান
* হোমপেজে 'কেরিয়ার' অপশনটির 'অনলাইন রেজিস্ট্রেশন'-এ ক্লিক করুন
* অন্য একটি পেজ খুলে যাবে, যেখানে শূন্যপদের নাম, পদের নাম দিয়ে সাবমিট করতে হবে
* এরপর নিজের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ-ইন করতে হবে
* এরপর ফর্ম পূরণ করে ছবি আপলোড করতে হবে

ফর্ম পূরণ করতে কী কী নথি লাগবে?

* সাম্প্রতিক দুটি পাসপোর্ট সাইজ ফোটো
* জন্মের প্রমাণপত্রের জন্য হাই স্কুল সার্টিফিকেট
* স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সার্টিফিকেট
* এসসি/এসটি/ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় সার্টিফিকেট
* ভোটার আইকার্ড/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ আধার কার্ড
* প্যান কার্ড
* গেট স্কোর কার্ড

বেতনক্রম:

সাইট ইনস্পেকটর (সিভিল, ইলেক্ট্রিকাল এবং মেকানিকাল): নির্বাচিত প্রার্থীদের বছরে বেতনক্রম হবে ৪.৬ লক্ষ টাকা

ক্যাড অপারেটর প্রার্থীদের বেতনক্রম হবে ৪.৩ লক্ষ টাকা

Read the full story in English

indian railway Government Jobs
Advertisment