RPF Constable Group E, F Result: আরপিএফ গ্রুপ 'ই', 'এফ' পরীক্ষার ফলাফল প্রকাশিত

RPF Constable Group E and F Result Declared: নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ পিএমটি এবং পিইটি-র জন্য লিখিত পরীক্ষায় পাশ করা ২০৮৪ জন প্রার্থীকে বাছাই করা হয়েছে। 

RPF Constable Group E and F Result Declared: নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ পিএমটি এবং পিইটি-র জন্য লিখিত পরীক্ষায় পাশ করা ২০৮৪ জন প্রার্থীকে বাছাই করা হয়েছে। 

author-image
IE Bangla Web Desk
New Update
RPF Constable Result, RPF Constable Group E, F Result

আরপিএফ পুলিশ কনস্টেবল গ্রুপ ডি-র ফলাফল

RPF Constable Result Declared @constable1.rpfonlinereg.org:

রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স, তাদের গ্রুপ 'ই' এবং গ্রুপ 'এফ' পদে কনস্টেবল নিয়োগের পরীক্ষার ফলাফল প্রকাশিত করেছে। নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ পিএমটি এবং পিইটি-র জন্য লিখিত পরীক্ষায় পাশ করা ২০৮৪ জন প্রার্থীকে বাছাই করা হয়েছে।

Advertisment

constable1.rpfonlinereg.org এই অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল জানা যাবে। পিএমটি, পিইটি পরীক্ষার পর নথি যাচাই করে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে।

কী ভাবে জানতে হবে ফলাফল

  •  constable1.rpfonlinereg.org এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে
  • হোমপেজে গিয়ে ‘RPF recruitment for the post of Constable 1/2018' এখনে ক্লিক করতে হবে
  • সম্পূর্ণ নতুন পেজ খুলবে
  • একটা পিডিএফ ফাইল খুলবে, সেখানে প্রার্থীর রোল নম্বর খুঁজতে হবে
Advertisment

গত বছর ২০ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত এই পরীক্ষা পরিচালনা করেছিল রেল নিয়োগ পর্ষদ।

প্রসঙ্গত, আগামী ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) গ্রুপ ডি-র পরীক্ষার ফলাফল। সারা দেশ জুড়ে যারা সিবিটি পরীক্ষায় বসেছিলেন, ফলাফল জানার জন্য আঞ্চলিক ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে ভারতীয় রেল নিয়োগ পর্ষদ।

Read the full story in English