Railway Board to Release RRB ALP, Technician CBT 2 Answer Key: রেলে এএলপি এবং প্রযুক্তিবিদ নিয়োগের জন্য দ্বিতীয় স্তরের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করল রেলওয়ে কর্মী নিয়োগ বোর্ড (আরআরবি)। ২১, ২২ এবং ২৩, জানুয়ারি পরীক্ষা হয়। কিছু সমস্যার কারণে কিছু পরীক্ষার্থী একই সময়ে পরীক্ষা শুরু বা শেষ করতে পারেন নি, তাঁদের জন্য ৪ ফেব্রুয়ারি পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছিল।
আরআরবি কর্তৃক একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরের পর উত্তরপত্র সমস্ত আঞ্চলিক ও কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার্থীরা উত্তরপত্রটি চেক করার সময় যদি কোনো ভুলভ্রান্তি দেখেন, তা রেলওয়ে কর্মী নিয়োগ বোর্ডে জানাতে পারেন। পুণরায় আরআরবি প্যানেলের মাধ্যমে প্রশ্নের সঙ্গে উত্তরের যাচাই করে দেখবে, যার সিদ্ধান্তের ভিত্তিতে চূড়ান্ত উত্তর পত্র প্রকাশ করা হবে।
কী ভাবে ডাউনলোড করবেন উত্তরপত্র
১: আঞ্চলিক ওয়েবসাইট খুলুন
২: হোমপেজে, 'RRB ALP, Technician answer key' লিঙ্কটিতে ক্লিক করুন।
৩: আপনাকে একটি নতুন পেজে পুনঃনির্দেশিত করা হবে
৪: নতুন পেজে নির্দেশাবলী অনুযায়ী জানতে চাওয়া তথ্য নথিভুক্ত করে 'লগ-ইন' ক্লিক করুন
৫: প্রমাণপত্র ব্যবহার করে লগ ইন করুন
৬: এখানেই উত্তরপত্র পেয়ে যাবেন।
RRB ALP, Technician CBT 2 Answer 2019 উত্তরপত্র সংক্রান্ত সমস্যা হলে এই নম্বরে ফোন করুন
এছাড়াও কোনো সমস্যা হলে ওপরের তালিকায় উল্লেখিত নম্বরে ফোন করে জানাতে পারেন।