Advertisment

রেলের পরীক্ষায় উত্তীর্ণ সাড়ে পাঁচ লাখেরও বেশি পরীক্ষার্থী

রেলওয়ের পরীক্ষার প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড পরীক্ষা (CBT)-র ফলাফল প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। রেল মন্ত্রক সূত্রে খবর, প্রথম পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ৫,৮৮,৬০৫ জন পরীক্ষার্থী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রেলওয়ের পরীক্ষার প্রথম পর্যায়ের কম্পিউটার বেসড পরীক্ষা (CBT)-র ফলাফল প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। রেল মন্ত্রক সূত্রে খবর, প্রথম পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ৫,৮৮,৬০৫ জন পরীক্ষার্থী। তাঁরা রেলের পরবর্তী পর্যায়ের পরীক্ষায় বসতে পারবেন। আরআরবি-এর প্রথম পর্যায়ের পরীক্ষা অর্থাৎ অ্যাসিস্টান্ট লোকো পাইলট এবং টেকনিয়াশান পদের জন্য হওয়া পরীক্ষাটি হয়েছিল ৯ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বর। পরীক্ষায় বসেছিলেন ৩৬,৪৭,৫৪১ জন পরীক্ষার্থী। সারা দেশে মোট ৪৪০টি সেন্টারে অনলাইনে পরীক্ষাটি হয়। লোকো পাইলট এবং টেকনিশিয়ানের মোট ৬৪,৩৭১ টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।

Advertisment

আরও পড়ুন রাজ্য বিদ্যুৎ পর্ষদের শূন্যপদে নিয়োগ, আবেদন করবেন কীভাবে

যাঁরা CBT পরীক্ষা দিয়েছেন তাঁরা প্রত্যেকেই নিজেদের স্কোর দেখতে পাবেন আলাদা করে। নম্বর দেখতে বোর্ডের ওয়েবসাইটে দেওয়া লিঙ্ক দিয়ে লগ ইন করতে হবে প্রার্থীদের। প্রতিটি রিজিয়নের জন্য আলাদা আলাদা এলাকা ভিত্তিক লিঙ্ক রয়েছে। সেখানে গিয়েই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন প্রার্থীরা। এছাড়াও মাস্টার কয়েশ্চেন পেপার, ফাইনাল অ্যানসার কী সবটাই দেখতে পাবেন তাঁরা। উল্লেখিত সমস্ত পোস্টের জন্য কাট-অফ নম্বরও দেওয়া রয়েছে বোর্ডের ওয়েবসাইটে।

যাঁরা প্রথম পর্যায়ের পরীক্ষায় পাশ করেছেন তাঁদের আগামী ১২ থেকে ১৪ ডিসেম্বর, ২০১৮-র দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় বসতে হবে। পরীক্ষার ১০ দিন আগে পরীক্ষা সেন্টার অর্থাৎ কোন শহরে পরীক্ষা হবে সে বিষয়ের বিস্তারিত তথ্য ডাউনলোড করতে পারবেন। ই-কল লেটার পাওয়া যাবে পরীক্ষার ৪ দিন আগে থেকে। প্রার্থীদেরকে এসএমএস, ই-মেইলের মাধ্যমে তাদের ই-কল লেটার ডাউনলোডর নোটিফিকেশন দেওয়া হবে। পাশাপাশি জানানো হবে বোর্ডের ওয়েবসাইটেও।

Read the full story in English 

indian railway
Advertisment