Railway Recruitment Board to Announce ALP Technician Revised Result 2018 by December 20: আরআরবি-র পুনঃমূল্যায়নের ফলাফল (revised results) কবে প্রকাশিত হবে তা আগামী ৭ ডিসেম্বর অর্থাৎ শুক্রবারই জানাবে দ্য রেলওয়ে রিক্রুটমেন বোর্ড (RRB)। সম্প্রতি বোর্ডের আধিকারিক অঙ্গরাজ মোহন ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম-কে জানিয়েছেন যে, “আগামী ২০ ডিসম্বরের আরআরবি টেকনিশিয়ানের ফলাফল প্রকাশ করবে বোর্ড, তবে আগামী ৭ ডিসেম্বর পরীক্ষার চূড়ান্ত ফলাফলের তারিখ ঘোষণা করা হবে বোর্ডের তরফে।”
যে সমস্ত প্রার্থীরা RRB ALP এবং টেকনিশিয়ানের পরীক্ষায় বসেছিলেন তাঁরা নিজেদের জেলা অনুযায়ী দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন। দ্বিতীয় দফার CBT (computer-based test) পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ২৪ ডিসেম্বর। ফলাফল প্রকাশের পর নম্বর জানার জন্য নিজেদের লগ ইন সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করে রাখতে হবে।
আরও পড়ুন: North Western Railway Recruitment 2018: রেলে প্রায় ২১০০ অ্যাপ্রেন্টিস নিয়োগ
ইতিমধ্যেই গত নভেম্বর গ্রুপ-সি এর ফলাফল প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। তবে ফলাফল প্রকাশের পর তা নিয়ে অভিযোগ জানায় একাধিক পরীক্ষার্থী। এরপরই আরও একবার রিভিউ করে পুনরায় ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আরআরবি-র তরফে। অঞ্চল অনুযায়ী আরআরবি-র ওয়েবসাইটে লগ ইন করে সেই রিভাইসড ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
‘Result link’ লেখা অংশে ক্লিক করলে এরপর একটি পিডিএফ ফাইল পাবেন, সেখানেই নির্বাচিত প্রার্থীর নাম থাকবে। প্রসঙ্গত, মোট ৫,৮৮,৬০৫ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য। চলতি বছরের ৯ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষা চলেছিল। তাতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৬,৪৭,৫৪১। অনলাইনে এই পরীক্ষা হয়েছিল দেশের মোট ৪৪০ টি সেন্টারে।
Read the full story in English