RRB recruitment 2019: ২,২৩৪ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূর্বমধ্য রেলওয়ে। আগ্রহী প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.rrcecr.gov.in এ গিয়ে আবেদন জমা করতে পারেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১০ জানুয়ারি ২০১৯ বিকেল ৫ টা পর্যন্ত। কর্মক্ষেত্র হতে পারে পাটনা, সমস্তিপুর, ধানবাদ, হরনৌত, দানাপুর, মুঘলসরাই।
বাছাই পদ্ধতি: নির্দিষ্ট ডিভিশন বা ইউনিটে আবেদনকারীদের মেধাতালিকার ভিত্তিতে বাছাই করা হবে। মাধ্যমিক এবং ITI-এর নম্বরের ভিত্তিতেই প্রার্থী বাছাই হবে।
Eligibility for RRB recruitment 2019
বয়সসীমা: প্রার্থীর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। সংরক্ষিত আসনের প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের যেকোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বা ITI ট্রেডে অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি বা তার সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। বিস্তারিত জানুন ওয়েবসাইট থেকে।
কীভাবে আবেদন করবেন
প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।আবেদনের সময় বৈধ ফোন নম্বর এবং ইমেল আইডি থাকা বাধ্যতামূলক। রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড বাধ্যতামূলকভাবে প্রয়োজন।
কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে জেনে নিন
— এসএসসি (Standard 10th) বা সমতুল্য মার্কশিট
— জন্ম তারিখের প্রমান পত্র (Standard 10th or its equivalent mark sheet or school leaving certificate indicating date of birth).
— ITI সেমেস্টারের মার্কশিট
— NCVT-এর ইস্যু করা ন্যাশনাল সার্টিফিকেট, অথবা NCVT /SCVT-এর দ্বারা প্রদত্ত প্রোভিশনাল ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট
— SC/ST/OBC-দের কাস্ট প্রমানপত্র
— PWD-র প্রার্থীদের জন্য ডিসেবিলিটি সার্টিফিকেট
— এক্স সার্ভিসম্যান কোটায় আবেদনকারীর ক্ষেত্রে ডিসচার্জ সার্টিফিকেট/সার্ভিং সার্টিফিকেট
Read the full story in English
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Jobs News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
'ভোটে অনাচার হলেই অপসারণ', রাজ্য পুলিশ-প্রশাসনকে কড়া বার্তা নির্বাচন কমিশনের
'আমরাই খাওয়াব, বানিয়ে দেব ঘর', বাগবাজার বস্তিবাসীদের বরাভয় মমতার
মাথায় ক্ষতচিহ্ন, বাথটবে রক্তাক্ত পরিণীতি, প্রকাশ্যে 'দ্য গার্ল অন দ্য ট্রেন'-এর টিজার
মেয়েদের বিয়ের বয়স নিয়ে বিতর্কিত মন্তব্য, শিশুসুরক্ষা কমিশনের নোটিস কংগ্রেস নেতাকে
ধোনি, রায়না, বিরাট সবারই কন্যাসন্তান, 'এ তো ভবিষ্যতের মহিলা ক্রিকেট টিম', বলছেন অমিতাভ
১৬ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন! শতাব্দী রায়ের ফ্যান ক্লাবের পোস্ট ঘিরে জল্পনা
ফোনে আড়ি পাতা হচ্ছে দাবি শোভনের, 'ভিত্তিহীন' অভিযোগ বলে ওড়াল তৃণমূল