Advertisment

RRB ALP, Technician Result 2018: দীপাবলির আগেই প্রকাশিত হবে RRB Group C-এর ফলাফল

RRB Group C ALP and Technician Result 2018 Date: দীপাবলির আগেই আরআরবি-এর গ্রুপ সি-এর ALP এবং টেকনিশিয়ান পদের পরীক্ষার ফলাফল প্রকাশ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ৬৪,৩৭১টি পোস্টের জন্য পরীক্ষা হয় অগাস্টে।

author-image
IE Bangla Web Desk
New Update
Declared CBSE 10th Result 2018

RRB ALP and Technician Result 2018

RRB Group C ALP Loco Pilot and Technician Result 2018: দীপাবলির আগেই আরআরবি-এর গ্রুপ সি-এর ALP এবং টেকনিশিয়ান পদের পরীক্ষার ফলাফল প্রকাশ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। সম্প্রতি বোর্ডের এক আধিকারিক অঙ্গরাজ মোহন ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম-কে জানিয়েছেন "এই মাসের শেষের দিকেই ফলাফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। আমরা চাইছি দীপাবলির আগেই ফলাফল প্রকাশ করতে।" প্রসঙ্গত, ৬৪,৩৭১টি পোস্টের জন্য পরীক্ষা হয়েছে অগাস্টে। এর মধ্যে ২৭,৭৯৫টি শূন্যপদ ছিল অ্যাসিসটেন্ট লোকো পাইলটের জন্য এবং ৩৬,৫৭৬টি শূন্যপদ ছিল বিভিন্ন টেকনিশিয়ানদের জন্য।

Advertisment

আরও পড়ুন: RRB (Kolkata) Admit Card: প্রকাশিত হল আরআরবি-এর অ্যাডমিট কার্ড

এলাকা অনুযায়ী ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইটগুলোতে। রেজাল্ট লিঙ্কে ক্লিক করলে পিডিএফ ফরম্যাটে রেজাল্ট রেজাল্ট পাবেন।

আরআরবি গুয়াহাটি ww.rrbguwahati.gov.in

আরআরবি জম্মু www.rrbjammu.nic.in

আরআরবি মালদা www.rrbmalda.gov.in

আরআরবি কলকাতা www.rrbkolkata.gov.in

আরআরবি মুম্বই www.rrbmumbai.gov.in

আরআরবি মুজফ্ফরপুর www.rrbmuzaffarpur.gov.in

আরআরবি পাটনা www.rrbpatna.gov.in

আরআরবি রাঁচি rrbranchi.gov.in

আরআরবি সেকেন্দ্ররাবাদ rrbsecunderabad.nic.in

আরআরবি আহমেদাবাদ www.rrbahmedabad.gov.in

আরআরবি আজমের rrbajmer.gov.in

আরআরবি এলাহাবাদ (rrbald.gov.in

আরআরবি বেঙ্গালুরু rrbbnc.gov.in

আরআরবি ভোপাল www.rrbbpl.nic.in

আরআরবি ভুবনেশ্বর www.rrbbbs.gov.in

আরআরবি বিলাসপুর www.rrbbilaspur.gov.in

আরআরবি চন্ডিগড় www.rrbcdg.gov.in

আরআরবি চেন্নাই www.rrbchennai.gov.in

আরআরবি গোরখপুর www.rrbguwahati.gov.in

আরআরবি শিলিগুড়ি www.rrbsiliguri.org

আরআরবি তিরুবনন্তপুরম rrbthiruvananthapuram.gov.in

প্রথম পর্যায়ে পরীক্ষায় উত্তীর্ণ হলে ALP এবং টেকনিশিয়ান পদের দ্বিতীয় পর্যায়ের CBT পরীক্ষার জন্য ডাকা হবে। এবং যে সমস্ত প্রার্থীরা দ্বিতীয় পর্যায়ের পরীক্ষাতেও উত্তীর্ণ হবেন তাঁদের কম্পিউটর বেসড AT (Aptitude Test)-তে ডাকা হবে।  এরপর সমস্ত স্তরের নম্বর একসঙ্গে বিবেচনা করা হবে। শেষ স্তরের পরীক্ষা অর্থাৎ Aptitude Test-এ কোনও নেগেটিভ মার্কিং নেই।

নির্বাচিত প্রার্থীরা পারিশ্রমিক পাবেন ১৯,০০০টাকা (Level 2 of 7th CPC pay matrix) এ ছাড়াও অন্যান্য অ্যালাওয়েন্স রয়েছে।

Read the full story in English

Education
Advertisment