Advertisment

৫ই নভেম্বর প্রকাশিত হতে পারে Group C ALP এবং টেকনিশিয়ান-এর ফলাফল

দ্বীপাবলির আগেই Group C ALP এবং টেকনিশিয়ান-এর ফলাফল প্রকাশ করবে বোর্ড, এর আগে এমনটাই জানানো হয়েছিল দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে।  জানানো হয়েছে আগামী ৫ অথবা ৬ নভেম্বরে ফলাফল প্রকাস করবে বোর্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
delhi, দিল্লি

RRB Group C ALP, Technician Result 2018 Date:  দীপাবলির আগেই Group C ALP এবং টেকনিশিয়ান-এর ফলাফল প্রকাশ করবে বোর্ড, এর আগে এমনটাই জানানো হয়েছিল দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে।  জানানো হয়েছে আগামী ৫ অথবা ৬ নভেম্বরে ফলাফল প্রকাশ করবে বোর্ড। আরআরবি-র আধিকারিক অঙ্গরাজ মোহন ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম-কে জানিয়েছেন, আমরা ফলাফল তৈরি করে ফেলিছি, তবে যাতে কোনও ভুল না থাকে সেকারণে পুনরায় সমস্ত ফলাফল খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের তরফে। কাজেই এই স্কুটিনি প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে। কিন্তু দীপাবলির আগেই অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ করে দেওয়া হবে।''

Advertisment

আরও পড়ুন: RRB ALP, Technician Result 2018: দীপাবলির আগেই প্রকাশিত হবে RRB Group C-এর ফলাফল

বোর্ডের এলাকা ভিত্তিক ওয়েবসাইটে ভিজিট করে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। ওয়েবসাইটে গিয়ে প্রথমে ‘result link’-এ ক্লিক করতে হবে, এরপর পিডিএফ ফর্ম্যাটে রেজাল্ট জানতে পারবেন তাঁরা।

দেখে নিন ওয়েবসাইটগুলো

আরআরবি মালদা (www.rrbmalda.gov.in)

আরআরবি গুয়োহাটি (www.rrbguwahati.gov.in)

আরআরবি জম্মু (www.rrbjammu.nic.in)

আরআরবি কলকাতা (www.rrbkolkata.gov.in)

আরআরবি মুম্বই (www.rrbmumbai.gov.in)

আরআরবি মুজফ্ফরপুর (www.rrbmuzaffarpur.gov.in)

আরআরবি পাটনা (www.rrbpatna.gov.in)

আরআরবি রাঁচি (rrbranchi.gov.in)

আরআরবি সেকেন্দ্ররাবাদ (rrbsecunderabad.nic.in)

আরআরবি আমেদাবাদ (www.rrbahmedabad.gov.in)

আরআরবি আজমের (rrbajmer.gov.in)

আরআরবি এলাহাবাদ (rrbald.gov.in)

আরআরবি বেঙ্গালুরু (rrbbnc.gov.in)

আরআরবি ভোপাল (www.rrbbpl.nic.in)

আরআরবি ভুবনেশ্বর (www.rrbbbs.gov.in)

আরআরবি বিলাসপুর (www.rrbbilaspur.gov.in)

আরআরবি চন্ডিগড় (www.rrbcdg.gov.in)

আরআরবি চেন্নাই (www.rrbchennai.gov.in)

আরআরবি গোরখপুর (www.rrbguwahati.gov.in)

আরআরবি শিলিগুড়ি (www.rrbsiliguri.org)

আরআরবি তিরুভানন্তপুরম (rrbthiruvananthapuram.gov.in)

প্রথম পর্যায়ে পরীক্ষায় উত্তীর্ণ হলে ALP এবং টেকনিশিয়ান পদের দ্বিতীয় পর্যায়ের CBT পরীক্ষার জন্য ডাকা হবে। এবং যে সমস্ত প্রার্থীরা দ্বিতীয় পর্যায়ের পরীক্ষাতেও উত্তীর্ণ হবেন তাঁদের কম্পিউটার ভিত্তিক AT (Aptitude Test)-তে ডাকা হবে।  এরপর সমস্ত স্তরের নম্বর একসঙ্গে বিবেচনা করা হবে। শেষ স্তরের পরীক্ষা অর্থাৎ Aptitude Test-এ কোনও নেগেটিভ মার্কিং নেই।

নির্বাচিত প্রার্থীরা পারিশ্রমিক পাবেন ১৯,০০০টাকা (Level 2 of 7th CPC pay matrix) এ ছাড়াও বিবেচনাযোগ্য পরীক্ষার্থীরা অন্যান্য অ্যালাওয়েন্সও পাবেন।

Read the full story in English

Advertisment