Advertisment

RRB group D recruitment 2019: লক্ষাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

RRB Group D Recruitment 2019 Notification: কম্পিউটার ভিত্তিক একটি পরীক্ষায় পাশ করলে প্রার্থীকে ফিজিকাল মেজারমেন্ট টেস্ট দিতে হবে। প্রথম পরীক্ষার সম্ভাব্য সময় চলতি বছরের সেপ্টেম্বর-অক্টবর মাস। 

author-image
IE Bangla Web Desk
New Update
RRB Group D recruitment 2019 notification:

  RRB Group D Recruitment 2019 Notification:

Advertisment

১ লক্ষ ৩ হাজার ৭৬৯ শুন্য পদে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় রেল নিয়োগ পর্ষদ। ১২ মার্চ বিকেল ৫ টা থেকেই শুরু হচ্ছে অনলাইন আবেদন করার প্রক্রিয়া। চলবে ১২ এপ্রিল পর্যন্ত। আবেদন ফি অনালিনে জমা দেওয়ার সেশ দিন ২৩ এপ্রিল।

কম্পিউটার ভিত্তিক একটি পরীক্ষায় পাশ করলে প্রার্থীকে ফিজিকাল মেজারমেন্ট টেস্ট দিতে হবে। প্রথম পরীক্ষার সম্ভাব্য সময় চলতি বছরের সেপ্টেম্বর-অক্টবর মাস।

শূন্যপদের সংখ্যা

মোট- ১০৩৭৬৯

মধ্য রেল- ৯৩৪৫

পূর্ব মধ্য রেল- ৩৫৬৩

পুরব উপকূল রেল- ২৫৫৫

পুরব রেল- ১০৮৭৩

উত্তর মধ্য রেল- ৪৭৩০

উত্তর পশ্চিম রেল- ১৩১৫৩

দক্ষিন মধ্য রেল- ৯৩২৮

দক্ষিণ পূর্ব মধ্য রেল- ১৬৬৪

দক্ষিণ পুরব রেল- ৪৯১৪

দক্ষিণ পশ্চিম রেল- ৭১৬৭

দক্ষিণ রেল- ৯৫৭৯

পশ্চিম মধ্য রেল- ৪০১৯

পশ্চিম রেল- ১০৭৩৪

আরও পড়ুন, RRB NTPC Recruitment 2019: ভারতীয় রেলের ৩৫,২৭৭টি শুন্যপদের জন্য আবেদন করুন

শিক্ষাগত যোগ্যতা

দশম শ্রেণি পাশ অথবা এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত আইটিআই পাশ অথবা এনসিভিটি-র ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকলে পরীক্ষায় বসতে পারবেন প্রার্থী।

বয়স

প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ -এর মধ্যে। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় রয়েছে।

অনলাইন আবেদনের ধাপ

ভারতিয় রেলের আঞ্চলিক পেজের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে

হোমপেজে গিয়ে RRB group D 2019 -এ ক্লিক করতে হবে

কোন আঞ্চলের জন্য আবেদন করতে চাইছেন, বেছে নিতে হবে তা

new registration-এ ক্লিক করতে হবে

তথ্য যা চাওয়া হয়েছে ফিল আপ করতে হবে

registered id দিয়ে লগ ইন করতে হবে

পেমেন্ট করতে হবে

আবেদন ফি

মহিলা এবং রূপান্তরকামীদের জন্য আবেদন ফি ২৫০ টাকা। বাকিদের জন্য ৫০০ টাকা।

বেতনক্রম

মাসিক ১৮০০০ টাকা বেতন ছাড়াও অন্যান্য ভাতা পাবেন কর্মীরা।

Read the full story in English

indian railway Government Jobs Govt of India
Advertisment