Advertisment

আরআরবি গ্রুপ ডি-এর অ্যাডমিট কার্ডের জন্য কোন ওয়েবসাইটে যাবেন? জেনে নিন

হাতে আর বেশি সময় নেই, কাল থেকেই শুরু পরীক্ষা। ইতিমধ্যেই Group D-এর রিক্রুটমেন্ট পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে দ্য় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) অফিসিয়াল সাইটে।

author-image
IE Bangla Web Desk
New Update
rrb-admit-759

কাল থেকেই শুরু পরীক্ষা। দেখে নিন প্রয়োজনীয় তথ্য.

RRB Group D Admit Card 2018:  হাতে আর বেশি সময় নেই, কাল থেকেই শুরু পরীক্ষা। ইতিমধ্যেই Group D-এর রিক্রুটমেন্ট পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) অফিসিয়াল সাইটে। Group D-এর পরীক্ষা শুরু হবে ২৯ অক্টোবর থেকে এবং চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। এর আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।

Advertisment

আরও পড়ুন: ৫ই নভেম্বর প্রকাশিত হতে পারে Group C ALP এবং টেকনিশিয়ান-এর ফলাফল

অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে প্রয়োজনীয় লিঙ্কে ক্লিক করতে হবে প্রার্থীকে। এরপর রেজিস্ট্রেশন নম্বর, জন্মের তারিখ সহ অন্যান্য বিস্তারিত তথ্য দিতে হবে প্রদত্ত বক্সে। এরপরই ক্রিনে আসবে পরীক্ষার অ্যাডমিট কার্ড।  এরপর অ্যাডমিটকার্ডটি ডাউনলোড করে রাখুন। পরীক্ষার সময় হল  টিকিট অর্থাৎ অ্যাডমিটকার্ড ছাড়া ঢুকতে দেওয়া হবে না।

rail-a-7591 আহমেদাবাদের ওয়েবসাইটটি দেখুন

জেনে নিন, এলাকা অনুযায়ী প্রার্থীদের কোন কোন ওয়েবসাইটে ভিজিট করতে হবে-

RRB গুয়াহাটি www.rrbguwahati.gov.in

RRB জম্মু (www.rrbjammu.nic.in),

RRB কলকাতা (www.rrbkolkata.gov.in),

RRB মালদা (www.rrbmalda.gov.in),

RRB মুম্বই (www.rrbmumbai.gov.in),

RRB মুজাফ্ফরপুর (www.rrbmuzaffarpur.gov.in),

RRB পাটনা (www.rrbpatna.gov.in),

RRB রাঁচি (rrbranchi.gov.in),

RRB সেকেন্দ্রাবাদ (rrbsecunderabad.nic.in),

RRB আমেহদাবাদ (www.rrbahmedabad.gov.in),

RRB আজমের (rrbajmer.gov.in),

RRB এলাবাদ (rrbald.gov.in),

RRB বেঙ্গালুরু (rrbbnc.gov.in),

RRB ভোপাল (www.rrbbpl.nic.in),

RRB ভুবনেশ্বর Bhubaneshwar (www.rrbbbs.gov.in),

RRB বিলাসপুর (www.rrbbilaspur.gov.in),

RRB চন্ডিগড় www.rrbcdg.gov.in),

RRB চেন্নাই (www.rrbchennai.gov.in),

RRB গোরখপুর (www.rrbguwahati.gov.in),

RRB শিলিগুড়ি (www.rrbsiliguri.org),

RRB তিরুবনন্তপুরম (rrbthiruvananthapuram.gov)

আরও পড়ুন; RRB Recruitment 2018: ১৭৮৫ শূন্যপদে কর্মী নিয়োগ রেলের

publive-image লগ ইন করলে এরকম একটি হোম পেজ পাবেন প্রার্থীরা।

প্রসঙ্গত, দীপাবলির আগেই Group C ALP এবং টেকনিশিয়ান-এর ফলাফল প্রকাশ করবে বোর্ড। জানানো হয়েছে, আগামী ৫ অথবা ৬ নভেম্বরে ফলাফল প্রকাশ করবে বোর্ড। আরআরবি-র আধিকারিক অঙ্গরাজ মোহন ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কম-কে জানিয়েছেন, আমরা ফলাফল তৈরি করে ফেলিছি, তবে যাতে কোনও ভুল না থাকে সে কারণে পুনরায় সমস্ত ফলাফল খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের তরফে। কাজেই এই স্ক্রুটিনি প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে। কিন্তু দীপাবলির আগেই অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ করে দেওয়া হবে।

উল্লেখ্য, নিয়োগের পরীক্ষা হয়েছিল অগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত। ৬৪,৩৭১টি পদের মধ্যে ২৭,৭৯৫টি অ্যাসিসটেন্ট লোকো পাইলট এবং ৩৬,৫৭৬টি টেকনিশিয়ানের। এছাড়াও বিভিন্ন শূন্যপদের জন্য পরীক্ষা চলেছে।

ওয়েবসাইটে গিয়ে প্রথমে ‘result link’-এ ক্লিক করতে হবে, এরপর পিডিএফ ফর্ম্যাটে রেজাল্ট জানতে পারবেন তাঁরা।

Read the full story in English

Advertisment