Advertisment

RRB group D recruitment 2019: ভারতীয় রেলে ১ লক্ষেরও বেশি পদে আবেদনের আজ শেষ দিন

আগ্রহী প্রার্থীরা উক্ত পদের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (আরআরসি) অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। rrccr.com, rrcer.com, rrcecr.gov.in এবং অন্যান্য রিজিওনাল আরআরসি সাইটের মাধ্যমেও আবেদন করা যাবে। আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা ২৩এপ্রিল ২০১৯ পর্যন্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
চাকরির সুযোগ ভারতীয় রেলওয়েতে । প্রতীকী ছবি - শশী ঘোষ

চাকরির সুযোগ ভারতীয় রেলওয়েতে । প্রতীকী ছবি - শশী ঘোষ

RRB group D recruitment 2019:

Advertisment

ভারতীয় রেলওয়েতে চাকরির সুযোগে নিজেদের নাম নথিভুক্ত করার শেষ দিন আজ। বেশ কিছুদিন আগে এক লক্ষ শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ভারতীয় রেলওয়ে। ভারতীয় রেলওয়ে কর্তৃক বিজ্ঞাপিত ১ লক্ষেরও বেশি চাকরির নিয়োগের রেজিস্ট্রেশন আজই বন্ধ হতে চলেছে।

যে সকল প্রার্থীরা এখনও আবেদন করেনি তারা অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন এবং আজ রাত ১২টার মধ্যে যারা আবেদন করবে তাদের নামই কেবল নথিভুক্ত হবে।

আগ্রহী প্রার্থীরা উক্ত পদের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (আরআরসি) অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। rrccr.com, rrcer.com, rrcecr.gov.in এবং অন্যান্য রিজিওনাল আরআরসি সাইটের মাধ্যমেও আবেদন করা যাবে। আবেদন ফি দেওয়ার সময়সীমা ২৩এপ্রিল ২০১৯ পর্যন্ত।

আরআরবি গ্রুপ ডি লেভেল ১ পদের বিস্তারিত তথ্য:

১. Track Maintainer Grade IV (Trackman),
২. Gateman, Pointsman,
৩. Helper in various departments (Electrical, Engineering, Mechanical and S&T Departments)
8. Porter এবং অন্যান্য পদ।

প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথি :

আগ্রহী প্রার্থীদের নূন্যতম ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অথবা ন্যাট (National Apprentice Certificate) শংসাপত্র থাকতে হবে।

কিভাবে আবেদন করবেন?

১. প্রথমে রিজিওনাল অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২. হোমপেজে "RRB group D 2019" লিঙ্কটি ক্লিক করুন।
৩. কোন পদে আবেদন করতে ইচ্ছুক সেই মতো পদ বাছাই করুন।
৪. তারপর "new registration" অপশনটিতে ক্লিক করুন।
৫. বিস্তারিত তথ্য পূরণ করুন।
৬. তারপর নিজের রেজিস্টার্ড আইডি দিয়ে লগ ইন করুন।
৭. সমস্ত ফর্মটি প্রয়োজনীয় ডকুমেন্ট দ্বারা পূরণ করুন।
৮. সবশেষে পেমেন্ট এর মাধ্যমে সমগ্র প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।

চাকরির আরও খবর পেতে ক্লিক করুন

আবেদনের ফি:

১. জেনারেল এবং ওবিসি - ৫০০ টাকা
( সিবিটি পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীদের ৪০০টাকা ফেরত দেওয়া হবে)
২. পিডাব্লুবিডি (PwBD) মহিলা, ট্রান্সজেন্ডার, প্রাক্তন মিলিটারি, এসসি, এসটি, সংখ্যালঘু সম্প্রদায় এবং আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী- ২৫০ টাকা
( সিবিটি পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীদের ২৫০টাকা ফেরত দেওয়া হবে )

আবেদন প্রক্রিয়া:

১. অনলাইন, ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড ব্যবহার করে ফি জমা দেওয়া যাবে।
২. অফলাইনের মাধ্যমেও ফি জমা দেওয়া যাবে। এসবিআই (SBI) চালান পেমেন্ট মোডের মাধ্যমে এসবিআই এর যে কোনও শাখায় জমা দিতে হবে অথবা পোস্ট অফিসে চালানের মাধ্যমে কম্পিউটারাইজড যে কোনো পোস্ট অফিসে জমা দেওয়া যাবে।

নির্বাচন প্রক্রিয়া:

প্রার্থীদের কম্পিউটার-ভিত্তিক পরীক্ষার (CBT) পাশাপাশি শারীরিক দক্ষতা পরীক্ষার (PET) পাশাপাশি নথি যাচাইকরণ (DV) এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।

বিস্তারিত জানতে দেখুন অফিশিয়াল ওয়েবসাইট - RRC Level-1 Recruitment 2019 Application Form

Read the full story in English

indian railway Government Jobs
Advertisment