Advertisment

RRB group D result 2019: রেলের পরীক্ষার ফল প্রকাশ, কীভাবে জানবেন ফলাফল

RRB Railway group D result 2018-2019: সরকারি তথ্য অনুযায়ী, ৬২,৯০৭ টি পদ পূরণের জন্য পরীক্ষা দিয়েছেন ১.৮ কোটির বেশি পরীক্ষার্থী। বিশেষজ্ঞদের মতে, লিখিত পরীক্ষার জন্য কাট অফ বাড়ানো হতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

RRB Railway group D result 2018-2019: প্রকাশিত হল ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) গ্রুপ ডি-র পরীক্ষার ফলাফল। ১৭ ফেব্রুয়ারি সকাল ১১ টা (রবিবার) থেকে সমস্ত আঞ্চলিক ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে।

Advertisment

সরকারি তথ্য অনুযায়ী, ৬২,৯০৭ টি পদ পূরণের জন্য পরীক্ষা দিয়েছেন ১.৮ কোটির বেশি পরীক্ষার্থী। বিশেষজ্ঞদের মতে, লিখিত পরীক্ষার জন্য কাট অফ বাড়ানো হতে পারে। অসংরক্ষিত বিভাগের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ৬৫-৭৫ এবং সংরক্ষিত শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য কাট অফ ৬০-এর বেশি।

RRB Railway group D result 2018-19: কীভাবে মোবাইলে পরীক্ষার ফলাফল দেখবেন?

১: আপনার মোবাইল ফোনে ক্রোম ব্রাউজার খুলুন

২: আঞ্চলিক ওয়েবসাইট সার্চ করুন

৩: আরআরবি গ্রুপ ডি ফলাফলের লিঙ্কটি ক্লিক করুন

৪: একটি নতুন পেজ খুলে যাওয়া অবধি অপেক্ষা করুন

৫: আপনার শংসাপত্র ব্যবহার করে লগ ইন করুন

৬: দেখতে পাবেন ফলাফল

পরবর্তী ধাপের জন্য বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

RRB Railways group D result 2018-19: Regional websites

আগামী ১৩ তারিখ চোখ রাখতে হবে নীচের লিঙ্কগুলোতে।

আরআরবি গুয়াহাটি (www.rrbguwahati.gov.in)

আরআরবি জম্মু (www.rrbjammu.nic.in)

আরআরবি কলকাতা (www.rrbkolkata.gov.in)

আরআরবি মালদা (www.rrbmalda.gov.in)

আরআরবি মুম্বই (www.rrbmumbai.gov.in)

আরআরবি মুজফফরপুর (www.rrbmuzaffarpur.gov.in)

আরআরবি পাটনা (www.rrbpatna.gov.in)

আরআরবি রাঁচি (rrbranchi.gov.in)

আরআরবি সেকেন্দ্রাবাদ (rrbsecunderabad.nic.in)

আরআরবি আমেদাবাদ (www.rrbahmedabad.gov.in)

আরআরবি আজমের (rrbajmer.gov.in)

আরআরবি এলাহাবাদ (rrbald.gov.in)

আরআরবি বেঙ্গালুরু (rrbbnc.gov.in)

আরআরবি ভোপাল (www.rrbbpl.nic.in)

আরআরবি ভুবনেশ্বর (www.rrbbbs.gov.in)

আরআরবি বিলাসপুর (www.rrbbilaspur.gov.in)

আরআরবি চণ্ডীগড় (www.rrbcdg.gov.in)

আরআরবি চেন্নাই (www.rrbchennai.gov.in)

আরআরবি গোরখপুর (www.rrbguwahati.gov.in)

আরআরবি শিলিগুড়ি (www.rrbsiliguri.org)

আরআরবি তিরুবনন্তপুরম (rrbthiruvananthapuram.gov.in)

পুরুষদের জন্য পিইটি পরীক্ষায় বসার ন্যূনতম যোগ্যতা - ৩৫ কিলোগ্রাম ওজন বহন করে ২ মিনিটের মধ্যে ১০০ মিটার দৌড়তে হবে। ৪ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে ১ কিলোমিটার দৌড়তে হবে।

মহিলাদের জন্য পিইটি পরীক্ষায় বসার ন্যূনতম যোগ্যতা -  ২০ কিলোগ্রাম ওজন বহন করে ২ মিনিটের মধ্যে ১০০ মিটার দৌড়তে হবে। ৫ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে ১ কিলোমিটার দৌড়তে হবে।

RRB Railways group D result 2018-19: মেডিক্যাল পরীক্ষা

publive-image RRB Railways group D result 2018-19

বেতন: সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, নিযুক্ত প্রার্থীদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী মাধ্যমিক পাশ করা স্তরে, শুরুতে মাসিক ১৮,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

indian railway
Advertisment