Advertisment

ব্যাঙ্কে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন? তবে এই সুযোগ হাতছাড়া করবেন না

বেঁধে দেওয়া হয়েছে যোগ্যতার মাপকাঠি, জেনে নিন

author-image
IE Bangla Web Desk
New Update
RRB_IBPS recruitment

ব্যাঙ্কিং সেক্টরে ফের শুরু হয়েছে নিয়োগ। জোরকদমে চলছে নিয়োগ প্রক্রিয়া। সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে হাজার হাজার প্রার্থী নিয়োগ করা হবে। জানুন আবেদনের খুঁটিনাটি।

Advertisment

পদের নাম :- RRB ১, RRB ২ এবং RRB ৩ সমস্ত ক্ষেত্রেই নিয়োগ করা হবে। গ্রামীণ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। এছাড়াও অফিসার পদেও হবে নিয়োগ। স্কেল ওয়ান, স্কেল টু এবং স্কেল থ্রি অফিসার পদে আবেদনের সুযোগ রয়েছে।

বয়স :- বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বয়স ধার্য করা হয়েছে ভিন্ন।

  • সহকারী কিংবা অ্যাসিস্ট্যান্ট পদের জন্য - ১৮ থেকে ২৮।
  • স্কেল ওয়ান অফিসারের ক্ষেত্রে - ১৮ থেকে ৩০ বছর
  • স্কেল টু অফিসারের ক্ষেত্রে - ২১ থেকে ৩২
  • স্কেল থ্রি অফিসারের ক্ষেত্রে - ২১ থেকে ৪০

বেতন :- পে লেভেল অনুযায়ী বেতন দেওয়া হবে। ৩৫০০০ থেকে ৭৫,০০০ টাকা।

কারা আবেদন করতে পারবেন :- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলেই আবেদন করা যাবে।

ভারতের নাগরিক হতে হবে। অথবা,

নেপালের নাগরিক, ভুটানের নাগরিক, কিংবা তিব্বতের মানুষ যিনি ১৯৬২ এর আগে এসেছেন। এছাড়াও আরও অনেকেই আবেদন করতে পারবেন।

ডকুমেন্ট কী কী রাখতে হবে :-

  • সমস্ত রকম মার্কশিট এবং সার্টিফিকেট
  • রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো
  • কাস্ট সার্টিফিকেট
  • আইডি ডকুমেন্ট সবকিছু রাখতে হবে।

বিশেষ উল্লেখ্য:-

  • RRB বিবেচনা করবে আসলেই কে, এই পদের জন্য যোগ্য।
  • মনে করে অনলাইন পরীক্ষার সময় আবেদনের ফর্ম এবং আইডি প্রুফ সঙ্গে আনবেন।
  • লিখিত অনলাইন পরীক্ষার পরে ইন্টারভিউয়ের মাধ্যমেই বেছে নেওয়া হবে।
  • RRB চাইলে আবেদন ক্যানসেল করতে পারে।
  • এই বিষয়ে ভারত সরকারের নির্দেশিকা অনুযায়ী, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অনলাইন আবেদন ফর্মে যেমনটা দেওয়া থাকবে তার সঙ্গে যদি না মেলে, তবে ফলাফলের পর কোনও পর্যায়েই ক্যাটাগরি পরিবর্তনের অনুমতি দেওয়া হবে না।
  • বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুযোগ থাকবে নানারকম।

আবেদনের সাইট :- IBPS অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে।

আবেদনের শেষ তারিখ :- ২৭ শে জুন, ২০২২

অফিসিয়াল নোটিশ - < https://www.ibps.in/wp-content/uploads/RRB_XI_ADVT.pdf >

RRB IBPS Government Jobs job rural bank job
Advertisment