Advertisment

RRB JE Recruitment 2019: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদন শুরু হয়েছে

RRB Junior Engineer Recruitment for 14000 Posts: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদন শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা আজ অর্থাৎ ২ জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

RRB JE Recruitment 2019 আবেদন করুন আজই।

Indian Railways Junior Engineer Recruitment Notification Released: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদন শুরু হয়েছে ২ জানুয়ারি থেকে। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রথম পর্যায়ের কম্পিউটর বেসড টেস্ট-এর সম্ভাব্য তারিখ ২০১৯-এর এপ্রিল বা মে মাসে।

Advertisment

বৈধ ফোন নম্বর এবং ইমেল আইডি দিয়ে আবেদন করতে হবে, কারণ রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য এসএমএস এবং ই মেলে আসবে। ফোন নম্বর এবং ইমেল আইডি পরিবর্তন সংক্রান্ত কোনও পরিবর্তন গ্রাহ্য করা হবে না বোর্ডের তরফে।

প্রার্থীর বয়স হতে হবে ১৮-র ওপর। বয়সের উর্ধ্বসীমা জানানো হয়নি। তবে বয়সের সম্ভাব্য উর্ধ্বসীমা ৩৩ বছর। সংরক্ষিত আসনের প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

RRB JE recruitment 2019: কীভাবে আবেদন করবেন?

Step 1: রিজিয়ন অনুযায়ী ওয়েবসাইটে যান

Step 2: RRB JE recruitment 2019-এর ওপর ক্লিক করুন

Step 3: প্রয়োজনীয় তথ্য যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড জমা করুন

Step 4: রেজিস্ট্রেশন শেষ হয়ে গেলে আবেদনের ফি জমা দিন

Step 5: এরপর সাবমিটে ক্লিক করুন, ডাউনলোড করুন এবং প্রিন্টআউট নিয়ে রাখুন

আবেদনের সমস্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত প্রার্থীরা ইমেল আইডি পরিবর্তন করতে পারবেন না।

RRB JE recruitment: আবেদন ফি

আবেদনকারীকে ৫০০ টাকা দিতে হবে। পাশাপাশি সংরক্ষিত আসনের প্রার্থীদের ২৫০ টাকা দিতে হবে আবেদন ফি হিসাবে।

RRB JE recruitment: প্রয়োজনীয় তারিখ

আবেদন শুরু হয়েছে আজ অর্থাৎ ২ জানুয়ারি, ২০১৯

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জানুয়ারি, ২০১৯

অফলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ৪ ফেব্রুয়ারি, ২০১৯

অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি, ২০১৯

সম্পূর্ণ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ৭ ফেব্রুয়ারি, ২০১৯

প্রথম পর্যায়ের CBT-র সম্ভব্য তারিখ: এপ্রিল/মে ২০১৯

Read the full story in English 

চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন

Advertisment