RRB JE Recruitment for Junior Engineer Post: এই বছর গ্রুপ সি এবং ডি এর অধীনে এক লাখেরও বেশি পদ ছাড়ার পর, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) জানিয়েছে ২৯ ডিসেম্বর জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে। ২ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে, ৩১ জানুয়ারি অবধি আবেদন করা যাবে।
জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য ১৪,০৫৯ জন কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত অভ্যন্তরীণ নোটিশ সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয়েছিল বেশ কিছুদিন আগে। নোটিশ অনুযায়ী, ১৪,০৫৯ জন প্রার্থীর মধ্যে ৮,৭৭৯ জনকে জুনিয়র পদে নিয়োগ করা হবে।
বাকি পোস্টগুলিতে কোনও বাধ্যবাধকতা নেই, তবে সোশ্যাল মিডিয়াতে লিখিত অভ্যন্তরীণ নোটিশে বলা হয়েছে যে মোট ৪,৩০৪ টি সেকশন ইঞ্জিনিয়ার (এসএসই) পদে নিয়োগ করা হবে। এর মধ্যে ১৬২ টি আসন সিএমডি এবং ২৯৪ টি ডিএমএসে থাকবে।
ডকুমেন্ট যাচাই করে ও মেডিক্যাল পরীক্ষা করার পর, লিখিত পরীক্ষায় পাস করলে পদের জন্য বেছে নেওয়া হবে। বয়স সীমা ১৮-৩৫ বছর।
ইচ্ছুক পরীক্ষার্থীরা RRB অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও বিভিন্ন আঞ্চলিক ওয়েবসাইটে পাওয়া যাবে।
RRB Guwahati (rrbguwahati.gov.in), RRB Jammu (rrbjammu.nic.in), RRB Kolkata (rrbkolkata.gov.in), RRB Malda (rrbmalda.gov.in), RRB Mumbai (rrbmumbai.gov.in), RRB Muzaffarpur (rrbmuzaffarpur.gov.in), RRB Patna (rrbpatna.gov.in), RRB Ranchi (rrbranchi.gov.in), RRB Secunderabad (rrbsecunderabad.nic.in), RRB Ahmedabad (rrbahmedabad.gov.in), RRB Ajmer (rrbajmer.gov.in), RRB Allahabad (rrbald.gov.in), RRB Bangalore (rrbbnc.gov.in), RRB Bhopal (rrbbpl.nic.in), RRB Bhubaneshwar (rrbbbs.gov.in), RRB Bilaspur (rrbbilaspur.gov.in), RRB Chandigarh (rrbcdg.gov.in), RRB Chennai (rrbchennai.gov.in), RRB Gorakhpur (rrbguwahati.gov.in), RRB Siliguri (rrbsiliguri.org), RRB Thiruvananthapuram (rrbthiruvananthapuram.gov.in)।
আবেদন করতে প্রয়োজন হবে ৫০০ টাকা। গ্রুপ সি বা এলএলপি এবং টেকনিশিয়ান নিয়োগ পরীক্ষার পর, রেল কর্মী নিয়োগ দপ্তর (আরআরসিবি) গ্রুপ ডি পদের জন্য পরীক্ষা নেওয়া হয়। সরকারী রিলিজ অনুযায়ী, প্রায় ১.৮৯ কোটি প্রার্থী পরীক্ষার জন্য উপস্থিত ছিলেন, যা রেলওয়ে ইতিহাসে সর্বোচ্চ ছিল।
Read the full story in English