Advertisment

RRB (Kolkata) Admit Card: প্রকাশিত হল আরআরবি-এর অ্যাডমিট কার্ড

RRB Kolkata Group D Admit Card 2018: গ্রুপ ডি-এর ই-কল লেটার প্রকাশ করল আর আর বি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
rrb-exam-7591

RRB Railway Group D Admit Card 2018: গ্রুপ ডি-এর ই-কল লেটার প্রকাশ করল আর আর বি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর হবে পরীক্ষা। আবেদনকারীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ই-কল লেটার ডাউনলোড করতে পারবেন।

Advertisment

RRB Group D-এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রার্থীকে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখানে হোম পেজে দেওয়া লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর, জন্মের তারিখ সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে প্রদত্ত ফাঁকা জায়গায়। এরপরই স্ক্রিনে আসবে অ্যাডমিট কার্ড। পরীক্ষার দিন এই হল টিকিট আনতে হবে। হল টিকিট ছাড়া কোনও প্রার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।

কোন রাজ্যের প্রার্থীরা কোন ওয়েবসইটে ভিজিট করবেন দেখা নিন।

আরআরবি মালদা (www.rrbmalda.gov.in)

আরআরবি গুয়োহাটি (www.rrbguwahati.gov.in)

আরআরবি জম্মু (www.rrbjammu.nic.in)

আরআরবি কলকাতা (www.rrbkolkata.gov.in)

আরআরবি মুম্বই (www.rrbmumbai.gov.in)

আরআরবি মুজফ্ফরপুর (www.rrbmuzaffarpur.gov.in)

আরআরবি পাটনা (www.rrbpatna.gov.in)

আরআরবি রাঁচি (rrbranchi.gov.in)

আরআরবি সেকেন্দ্ররাবাদ (rrbsecunderabad.nic.in)

আরআরবি আমেদাবাদ (www.rrbahmedabad.gov.in)

আরআরবি আজমের (rrbajmer.gov.in)

আরআরবি এলাহাবাদ (rrbald.gov.in)

আরআরবি বেঙ্গালুরু (rrbbnc.gov.in)

আরআরবি ভোপাল (www.rrbbpl.nic.in)

আরআরবি ভুবনেশ্বর (www.rrbbbs.gov.in)

আরআরবি বিলাসপুর (www.rrbbilaspur.gov.in)

আরআরবি চন্ডিগড় (www.rrbcdg.gov.in)

আরআরবি চেন্নাই (www.rrbchennai.gov.in)

আরআরবি গোরখপুর (www.rrbguwahati.gov.in)

আরআরবি শিলিগুড়ি (www.rrbsiliguri.org)

আরআরবি তিরুভানন্তপুরম (rrbthiruvananthapuram.gov.in)

দুর্গাপুজো, দশেরা ইত্যাদির জন্য পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা। উত্তর রেলওয়ের সিপিও অঙ্গরাজ মোহন জানান, “দুর্গাপুজোর কথা বিবেচনা করে পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা। প্রধানত দেশের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্ব অংশে এই উৎসবে ব্যস্ত প্রত্যেকেই। পাশাপাশি উত্তরাঞ্চলের দশেরা উৎসবও রয়েছে। সবদিক বিবেচনা করে ১৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত পরীক্ষা না করারই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।” তিনি আরও বলেন দীপাবলী এবং ছট পুজোর সময়ও পরীক্ষা নেওয়া হবে না।

এছাড়াও বিভিন্ন কারণে যাঁরা সেপ্টেম্বরে পরীক্ষা দিতে পারেননি তাঁদের জন্যও ফের পরীক্ষার আয়োজন করবে বোর্ড।

Advertisment