Advertisment

RRB NTPC Recruitment 2019: ভারতীয় রেলের ৩৫,২৭৭টি শুন্যপদের জন্য আবেদন করুন

 RRB NTPC Recruitment Online Application Begins Today: আবেদনকারীর বয়স ২০১৯ এর ১ জুলাই থাকতে হবে ১৮ থেকে ৩০ এর মধ্যে। বিস্তারিত তথ্যের জন্য আবেদনকারীকে ২৮ ফেব্রুয়ারির বিজ্ঞপ্তিতে চোখ বোলাতে হবে। 

author-image
IE Bangla Web Desk
New Update
RRB NTPC Registration 2019, RRB NTPC Recruitment 2019

RRB NTPC Recruitment Online Registration Begins Today:

Advertisment

ভারতীয় রেল নিয়োগ পর্ষদ নন টেকনিকাল পপুলার ক্যাটেগরি (এনটিপিসি)-র জন্য  ৩৫ হাজার ২৭৭ টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল সম্প্রতি। শুক্রবার থেকেই শুরু হচ্ছে আবেদন পদ্ধতি। ৩১ মার্চ পর্যন্ত আবেদন চলবে।

গ্রুপ ডি পদের মতোই হবে নিয়োগ পদ্ধতি। অসংরক্ষিতদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। সংরক্ষিত শ্রেণির অন্তর্ভুক্ত হলে দিতে হবে ২৫০ টাকা।

শূন্যপদের সংখ্যা- ৩৫ হাজার ২৭৭

আরও পড়ুন, Ministry of Home Affairs Recruitment: স্বরাষ্ট্রমন্ত্রকে চাকরির সুযোগ

আন্ডার গ্র্যাজুয়েট পদ- ১০৬২৮

জুনিয়র ক্লার্ক/ টাইপিস্ট- ৪৩১৯

অ্যাকাউন্ট ক্লার্ক/ টাইপিস্ট- ৭৬০

জুনিয়র টাইম কিপার- ১৭

ট্রেন্স ক্লার্ক- ৫৯২

কমার্সিয়াল/ টিকেট ক্লার্ক- ৪৯৪০

গ্র্যাজুয়েট পোস্ট- ২৪৬৪৯

ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট- ৮৮

গুডস গার্ড- ৫৭৪৮

সিনিয়র কমার্সিয়াল/ টিকিট ক্লার্ক- ৫৬৩৮

জুনিয়র অ্যাকাউন্ট/ অ্যাসিস্ট্যান্ট- ৩১৬৪

সিনিয়র টাইম কিপার- ১৪

কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস- ২৫৯

স্টেশন মাস্টার্স- ৬৮৬৫

আরও পড়ুন, UGC NET Application 2019: অধ্যাপনার জন্য আবেদন করুন আজই

শিক্ষাগত যোগ্যতা

এনটিপিসি-র জন্য উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য পরিক্ষা পাশ করলেই এই পরীক্ষায় বসা যাবে।

প্যারামেডিকাল স্টাফের পদের জন্য চিকিৎসা শাস্ত্রে স্নাতক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে।

বয়স

আবেদনকারীর বয়স ২০১৯ এর ১ জুলাই থাকতে হবে ১৮ থেকে ৩০ এর মধ্যে। বিস্তারিত তথ্যের জন্য আবেদনকারীকে ২৮ ফেব্রুয়ারির বিজ্ঞপ্তিতে চোখ বোলাতে হবে।

আবেদন ফি

অসংরক্ষিত শ্রেণির জন্য আবেদন ফি ৫০০ টাকা। সংরক্ষিতদের জন্য রয়েছে ৫০ শতাংশ ছাড়, অর্থাৎ ২৫০ টাকা।

মাস খানেক আগেই রেলমন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেছিলেন ভারতীয় রেলের আড়াই লাখ শূন্য পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন, Intelligence Bureau recruitment 2019: সরকারি গোয়েন্দা হতে চান? শিগগির আবেদন করুন

ইন্ডিয়ান এক্সপ্রেসকে ভারতীয় রেলের এক উচ্চপদস্থ আধিকারিক অঙ্গরাজ মোহন চলতি মাসের শুরুতেই জানিয়েছিলেন, “প্রথম দফার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের প্রথমে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে ২০২১-এর আগস্টের মধ্যে”। আর্থিক ভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের ১০% সংরক্ষণ লাগু হবে ভারতীয় রেলের নিয়োগে, এই কথাও আগেই জানিয়েছেন রেলমন্ত্রী।

indian railway Government Jobs
Advertisment