Advertisment

RRB NTPC Recruitment 2019: ১লক্ষ ৩০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল

RRB NTPC Recruitment 2019 Notification Released: নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে ২০২১-এর আগস্টের মধ্যে। আর্থিক ভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের ১০% সংরক্ষণ লাগু হবে ভারতীয় রেলের নিয়োগে, এই কথাও আগেই জানিয়েছেন রেলমন্ত্রী

author-image
IE Bangla Web Desk
New Update
RRB NTPC Recruitment 2019, RRB Recruitment 2019 Notification

RRB NTPC Recruitment 2019, RRB Recruitment 2019 Notification

RRB NTPC Recruitment 2019 Notification:

Advertisment

ভারতীয় রেল নিয়োগ পর্ষদ ১ লক্ষ ৩০ হাজার শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল সম্প্রতি। বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ১ লা মার্চ পর্যন্ত এমপ্লয়মেন্ট নিউজে।

আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শূন্যপদের জন্য আবেদন করা যাবে। গ্রুপ ডি পদের মতোই হবে নিয়োগ পদ্ধতি। অসংরক্ষিতদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। সংরক্ষিত শ্রেণির অন্তর্ভুক্ত হলে দিতে হবে ২৫০ টাকা।

নন টেকনিকাল পপুলার ক্যাটেগরি (এনটিপিসি)-র জন্য লক্ষাধিক শূন্যপদে নিয়োগ করবে ভারতীয় রেল।

শূন্যপদের সংখ্যা-

লেভেল ওয়ান- ১ লক্ষ

প্যারামেডিকাল স্টাফ- ৩০ হাজার

আরও পড়ুন, Ministry of Home Affairs Recruitment: স্বরাষ্ট্রমন্ত্রকে চাকরির সুযোগ

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইন রেজিস্ট্রেশন চলবে  ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ।

মাস খানেক আগেই রেলমন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেছিলেন ভারতীয় রেলের আড়াই লাখ শূন্য পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন, Intelligence Bureau recruitment 2019: সরকারি গোয়েন্দা হতে চান? শিগগির আবেদন করুন

ইন্ডিয়ান এক্সপ্রেসকে ভারতীয় রেলের এক উচ্চপদস্থ আধিকারিক অঙ্গরাজ মোহন চলতি মাসের শুরুতেই জানিয়েছিলেন, “প্রথম দফার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের প্রথমে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে ২০২১-এর আগস্টের মধ্যে”। আর্থিক ভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের ১০% সংরক্ষণ লাগু হবে ভারতীয় রেলের নিয়োগে, এই কথাও আগেই জানিয়েছেন রেলমন্ত্রী।

Read the full story in English

indian railway Government Jobs
Advertisment