Advertisment

RRB Group D Result 2018-2019: কবে, কখন, কোথায় জানা যাবে আরআরবি গ্রুপ ডি পরীক্ষার ফলাফল?

RRB Group D Result 2018-19 Date and Time: সারা দেশ জুড়ে যারা সিবিটি পরীক্ষায় বসেছিলেন, ফলাফল জানার জন্য আঞ্চলিক ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে ভারতীয় রেল নিয়োগ পর্ষদ।

author-image
IE Bangla Web Desk
New Update
rrb group d exam

RRB Group D Result 2018-19 Will Announce on Feb 13:

Advertisment

আগামী ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) গ্রুপ ডি-র পরীক্ষার ফলাফল। সারা দেশ জুড়ে যারা সিবিটি পরীক্ষায় বসেছিলেন, ফলাফল জানার জন্য আঞ্চলিক ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে ভারতীয় রেল নিয়োগ পর্ষদ। এক ঝলকে দেখে নেওয়া যাক সে সব।

আগামী ১৩ তারিখ চোখ রাখতে হবে নীচের লিঙ্কগুলোতে।

আরআরবি গুয়াহাটি (www.rrbguwahati.gov.in)

আরআরবি জম্মু (www.rrbjammu.nic.in)

আরআরবি কলকাতা (www.rrbkolkata.gov.in)

আরআরবি মালদা (www.rrbmalda.gov.in)

আরআরবি মুম্বই (www.rrbmumbai.gov.in)

আরআরবি মুজফফরপুর (www.rrbmuzaffarpur.gov.in)

আরআরবি পাটনা (www.rrbpatna.gov.in)

আরআরবি রাঁচি (rrbranchi.gov.in)

আরআরবি সেকেন্দ্রাবাদ  (rrbsecunderabad.nic.in)

আরও পড়ুন, WBCS Admit Card 2019: ডাউনলোড করুন ডব্লিউবিসিএস-এর অ্যাডমিট কার্ড

আরআরবি আমেদাবাদ (www.rrbahmedabad.gov.in)

আরআরবি আজমের  (rrbajmer.gov.in)

আরআরবি এলাহাবাদ (rrbald.gov.in)

আরআরবি বেঙ্গালুরু (rrbbnc.gov.in)

আরআরবি ভূপাল (www.rrbbpl.nic.in)

আরআরবি ভুবনেশ্বর (www.rrbbbs.gov.in)

আরআরবি বিলাসপুর (www.rrbbilaspur.gov.in)

আরআরবি চণ্ডীগড় (www.rrbcdg.gov.in)

আরআরবি চেন্নাই (www.rrbchennai.gov.in)

আরআরবি গোরখপুর (www.rrbguwahati.gov.in)

আরআরবি শিলিগুড়ি (www.rrbsiliguri.org)

আরআরবি তিরুবনন্তপুরম (rrbthiruvananthapuram.gov.in)

পুরুষদের জন্য পিইটি পরীক্ষায় বসার ন্যূনতম যোগ্যতা -  ৩৫ কিলোগ্রাম ওজোন নিয়ে ২ মিনিটের মধ্যে ১০০ মিটার দৌড়তে হবে। ৪ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে ১ কিলোমিটার দৌড়তে হবে।

মহিলাদের জন্য পিইটি পরীক্ষায় বসার ন্যূনতম যোগ্যতা-  ২০ কিলোগ্রাম ওজোন নিয়ে ২ মিনিটের মধ্যে ১০০ মিটার দৌড়তে হবে।   ৫ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে ১ কিলোমিটার দৌড়তে হবে।

Read the full story in English

Government Jobs
Advertisment