RRB Railway NTPC CBT 1 Exam Details: ভারতীয় রেলওয়ের রিক্রুটমেন্ট (আরআরবি) বোর্ড, মালদার এনটিপিসি ক্যাটেগরির অ্যাডমিট কার্ড প্রকাশ করল। ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইটে স্নাতক এবং স্নাতকোত্তর প্রার্থীদের জন্য প্রায় ৩৫ হাজার শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতীয় রেল।
আগ্রহী প্রার্থীদের দুটি পরীক্ষা দিতে হবে। একটি কম্পিউটার বেসড (সিবিটি) এবং স্কিল টেস্ট। নির্বাচিত হলে প্রার্থীদের মেডিক্যাল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। এরপর চূড়ান্ত ফলাফল ঘোষণা করে যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হবে।
আরও চাকরির খবর পড়ুন এখানে
কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?
* আরআরবি এনটিপিসি মালদার অফিসিয়াল ওয়েবসাইটে- http://rrbmalda.gov.in/ এ যান
* হোমপেজে ‘RRB NTPC CBT I Admit Card 2019’ লিঙ্কটিতে ক্লিক করুন
* এরপর একটি নতুন পেজ খুলবে
* নিজের রেজিস্ট্রেশন আইডি দিয়ে লগ ইন করুন
* স্ক্রিনে অ্যাডমিট কার্ডটি দেখা যাবে
* ডাউনলোড করে পরবর্তীর জন্য প্রিন্ট আউট নিয়ে রাখুন
পরীক্ষা পদ্ধতি:
কম্পিউটার বেসড পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য বরাদ্দ থাকবে এক নম্বর করে, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৩ নম্বর করে কাটা হবে। এই সিবিটি পরীক্ষাটি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এনং স্টেশন মাস্টার পদের জন্য দিতে হবে। যোগ্যতা অর্জনের জন্য নূন্যতম ৪২ শতাংশ নম্বর পেতে হবে। এসসি, ওবিসি, প্রাক্তন মিলিটারিম্যান, এবং অনগ্রসর শ্রেনীর ক্ষেত্রে এই ন্যূনতম নম্বর প্রযোজ্য নয়।
এছাড়াও সিনিয়র ক্লার্ক-টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট-টাইপিস্ট, সিনিয়র টাইম কিপার, জুনিয়র ক্লার্ক-টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার পদের জন্য টাইপিং স্কিল টেস্ট পরীক্ষা দিতে হবে। টাইপিং দক্ষতার সঙ্গে মেধা তালিকায় প্রাপ্ত নম্বর এক্ষেত্রে যোগ হবে না। তবে নিজেদের যোগ্যতম প্রার্থীরূপে চিহ্নিত করতে হলে প্রার্থীদের ইংরেজিতে ৩০টি শব্দ এবং হিন্দীতে ২৫টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে পারতে হবে।
Read the full story in English