Advertisment

Railway RRB Apprentice Recruitment 2019: মাধ্যমিক পাশ করলেই রেলে চাকরি

RRB Recruitement Notification 2019: বিজ্ঞপ্তি প্রকাশ পেতেই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়ার কাজ। আবেদন করার সময়সীমা ২৫ নভেম্বর ২০১৯ পর্যন্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
RRB Recruitment, RRB Vacancy

RRB Apprentice Vacancy 2019: শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা থাকায় ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? সেই দুশিন্তা কাটতে পারে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড প্রকাশিত শিক্ষানবীশ শূন্যপদে নিয়োগের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে। এক্ষেত্রে মাধ্যমিক পাশ আগ্রহী প্রার্থীরা ১১০৪টি শূন্যপদে আবেদন করার সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি প্রকাশ পেতেই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়ার কাজ। আবেদন করার সময়সীমা ২৫ নভেম্বর ২০১৯ পর্যন্ত। আবেদন করা যাবে রেলওয়ের ওয়েবসাইট- indianrailways.gov.in-এ।

Advertisment

আরও চাকরির খবর পড়ুন, এখানে

শিক্ষাগত যোগ্যতা:

নূন্যতম ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষা পাশ করতে হবে। অবশ্যই থাকবে হবে আইটিআই-র শংসাপত্র।

বয়স:

প্রার্থীদের বয়স হতে হবে ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন?

* রেলের অফিসিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in এ যান

* হোমপেজের ‘Act Apprentice 2019-20’ লিঙ্কটিতে ক্লিক করুন

* এরপর অ্যাপ্লিকেশন লিঙ্কটির অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করুন

* নিজের প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্টার করুন

* এরপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ-ইন করুন

* নিজের ছবি আপলোড করেন ফর্মটি ফিল আপ করুন

* পেমেন্টের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পূর্ন করুন

আবেদনের ফি:

উক্ত পদে আবেদনের জন্য অ্যাপ্লিকেশনের জন্য জমা দিতে হবে ১০০ টাকা।

Read the full story in English

indian railway Government Jobs
Advertisment