RRB recruitment 2019: নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে (NRF) ৪,৩২৯টি শূন্য আসনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারেন। আবেদন জমা দেওয়ার আগে সমস্ত তথ্য ভাল করে পড়ে নিন। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে NRF-এর অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করুন।
আরও পড়ুন: RRB JE Recruitment 2018: ১৪,০৫৯ জন কর্মী নিয়োগ হবে রেলে, অনলাইনে করা যাবে আবেদন
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি বা তার সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। বয়স হতে হবে ১৫ থেকে ২৪-এর মধ্যে। প্রাথমিক যোগ্যতা থাকলে তবেই আবেদনের সুযোগ পাওয়া যাবে।
RRB recruitment 2019: চাকরি সংক্রান্ত বিস্তারিত
মোট শূন্যপদ: ৪,৩২৯
ইউনিট অনুয়ায়ী শূন্যপদ
কাথিয়ার (KIR): ৯৬১
আলিপুরদুয়ার (APDJ): ৫২১
রঞ্জিয়া (RNY): ৫০০
লামডিং (LMG): ১২৬২
তিনসুকিয়া (TSK): ৪৪৪
নিউ বঙ্গাইগাঁও ওয়ার্কশপ (NBQS): ২৪৩ এবং ২০০
ডিব্রুগড় (DBWS): ১৯৮
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। ২৪ বছরের বেশি হলে আবেদন করা যাবে না।প্রাথমিক মেধা তালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন প্রক্রিয়া
NRF-এর অফিসিয়াল ওয়েবসাইট www.nrf.com-এ গিয়ে আবেদন করতে হবে ইচ্ছুক প্রার্থীদের। আবেদন জমা দিতে হবে চলতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে।
এক বছরের ট্রেনিং চলবে। নর্থ সেন্ট্রাল রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম ২০১৮-তে আবেদন করার শেষ তারিখ ৩১ ডিসেম্বর, ২০১৮। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত জানতে ইচ্ছুক প্রার্থীরা www.nrf.com ওয়েবসাইটে বিস্তারিত জানুন।
Read the full story in English
চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন