Advertisment

RRB recruitment 2019: লক্ষাধিক শূন্যপদে নিয়োগের সময়সীমা বাড়াল রেল

১ লক্ষ ৩ হাজার ৭৬৯ শূন্যপদে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ভারতীয় রেল নিয়োগ পর্ষদ। সময়সীমা বাড়িয়ে আবেদনের শেষ দিন ৩০ এপ্রিল ২০১৯ ধার্য করা হল। ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৮ এপ্রিল ২০১৯।

author-image
IE Bangla Web Desk
New Update
আবেদনের সময়সীমা বাড়াল রেল

আবেদনের সময়সীমা বাড়াল রেল

RRB recruitment 2019:

Advertisment

খালিপদে আবেদনের সময় আরও বাড়াল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। রেল কর্তৃপক্ষ  ৮ মার্চ, ২০১৯ তারিখে ১৬৬৫ টি খালি পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। অনলাইনের মাধ্যমে আবেদন করার দিন ফুরিয়ে আসার আগেই ১৫ দিনের সময়সীমা বাড়িয়ে ৮ এপ্রিল থেকে তা ২২ এপ্রিল অবধি করা হয়েছিল। কিন্তু আবেদনের ক্ষেত্রে অনলাইন পেজে প্রচুর ত্রুটির অভিযোগ প্রার্থীদের কাছ থেকে জমা পড়ায় রেল কর্তৃপক্ষ সময়সীমা বাড়াতে বাধ্য হয়। আগ্রহী প্রার্থীরা আরআরবি-র রিজিওনাল ওয়েবসাইটের মাধ্যমে ৩০ এপ্রিল ২০১৯ এর মধ্যে আবেদন করতে পারবে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৮ এপ্রিল ২০১৯।

নিয়োগ প্রক্রিয়াটি কম্পিউটার বেসড পরীক্ষা, স্টেনোগ্রাফি স্কিল টেস্ট, টিচিং স্কিল টেস্ট, নথি যাচাই এবং কিছু মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আরও চাকরির খবর পড়ুন

কিভাবে আবেদন করবেন?

১। ভারতীয় রেলের আঞ্চলিক পেজের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে

২। হোমপেজে গিয়ে RRB group D 2019 -এ ক্লিক করতে হবে

৩। কোন আঞ্চলের জন্য আবেদন করতে চাইছেন, বেছে নিতে হবে তা

৪। new registration-এ ক্লিক করতে হবে

৫। তথ্য যা চাওয়া হয়েছে ফিল আপ করতে হবে

৬। registered id দিয়ে লগ ইন করতে হবে

৭। পেমেন্ট করতে হবে

আবেদন ফি

মহিলা,রূপান্তরকামী, পিডাব্লুবিডি, এসটি, এসটি এবং সংখ্যালঘু সম্প্রদায়দের জন্য আবেদন ফি ২৫০ টাকা। বাকিদের জন্য ৫০০ টাকা।

কেন সময়সীমা বাড়াতে বাধ্য হল রেল?

আবেদনের সময়সীমা ৮ এপ্রিল থেকে বাড়িয়ে ২২ এপ্রিল করা হয়েছিল, কিন্তু তারপরেও আবেদনকারীদের পক্ষ থেকে জমা পড়তে থাকে একের পর এক অভিযোগ, যেখানে ওয়েবসাইটে আবেদনের ক্ষেত্রে প্রবল সমস্যার মধ্যে পরতে হচ্ছে, তাই আবেদনের সময়সীমা বাড়িয়ে ৩০ এপ্রিল করা হয়েছে, জানিয়েছেন একজন রেল আধিকারিক।

Read the full story in English

indian railway Government Jobs
Advertisment