Advertisment

 RPF Constable, SI Admit Card: RRB RPF SI-এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কীভাবে, জেনে নিন

RPF Released Admit Card for Constable & SI: যে সমস্ত প্রার্থীরা পরীক্ষায় বসবেন তাঁরা আরআরবি-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.rpfonlinereg.org

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

RPF SI and Constable 2018 Admit Card জেনে নিন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কীভাবে।

RPF Released Admit Card for Sub-Inspector and Constable Posts: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB RPF)-এর সাব ইনস্পেক্টর (SI)-এর অ্যাডমিট কার্ড মিলবে ৯ ডিসেম্বর অর্থাৎ আজ থেকেই। যে সমস্ত প্রার্থীরা পরীক্ষায় বসবেন তাঁরা আরআরবি-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.rpfonlinereg.org

Advertisment

আগামী ১৯ ডিসেম্বর SI রিক্রুটমেন্ট পরীক্ষা হবে। মোট ১৫টি ভাষায় হবে এই পরীক্ষা। পরীক্ষার জন্য ৯০ মিনিট সময় দেওয়া হবে।

আরও পড়ুন: Air India Express Limited Recruitment: উচ্চমাধ্যমিক পাশ করে এয়ার ইন্ডিয়ায় চাকরির সুযোগ

দেখে নিন কীভাবে ডাউনলোড করবেন RPF SI-এর অ্যাডমিট কার্ড

Step 1: অফিসিয়াল ওয়েবসাইট www.rpfonlinereg.org-এ যান

Step 2: ‘RPF download admit card’ লেখা লিঙ্কে ক্লিক করুন

Step 3: এরপর রেজিস্ট্রেশন নম্বর, জন্মের তারিখ ইত্যাদি প্রয়োজনীয় তথ্য দিন

Step 4: এরপর স্ক্রিনে অ্যাডমিট কার্ড আসবে

Step 5: ডাউনলোড করে পরবর্তীকালে প্রয়োজনের জন্য প্রিন্টআউট নিয়ে রাখুন

সাব ইনস্পেক্টর (SI)-এর সময়সূচী

Phase I group E and F - ১৯ ডিসেম্বর, ২০১৮

Phase II group A and B - ৫ এবং ৬ জানুয়ারি, ২০১৯

Phase II group C and D - ৯ এবং ১৩ জানুয়ারি, ২০১৯

যে সমস্ত প্রার্থীরা CBT পরীক্ষায় পাশ করবেন তাঁদের ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (PET) এবং ফিজিক্যাল মেজরমেন্ট টেস্ট (PMT) পরীক্ষায় বসতে হবে। যাঁরা ড্রাইভার/ অ্যানসিলারি স্টাফ (ancillary)/ ব্যান্ডের জন্য আবেদন করেছেন তাঁদের ট্রেড টেস্টে বসতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের মধ্যে দিয়ে চূড়ান্ত পর্যায়ের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

Read the full story in English

চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন

Advertisment