Advertisment

Railway RRB Recruitment 2019: মাধ্যমিক পাশ করলেই রেলে নিয়োগ

RRB Recruitement Notification: আবেদন করার সময়সীমা ৫ নভেম্বর ২০১৯ পর্যন্ত। আবেদন করতে হবে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের ওয়েবসাইট- wcr.indianrailways.gov.in-এ।

author-image
IE Bangla Web Desk
New Update
RRB Recruitment, RRB Vacancy

RRB, RRC Jobs 2019: শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা থাকায় ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? সেই দুশিন্তা কাটতে পারে ওয়েস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড প্রকাশিত শিক্ষানবীশ শূন্যপদে নিয়োগের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে। এক্ষেত্রে মাধ্যমিক পাশ এবং আগ্রহী প্রার্থীরা ১৬০টি শূন্যপদে আবেদন করার সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি প্রকাশ পেতেই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়ার কাজ। আবেদন করার সময়সীমা ৫ নভেম্বর ২০১৯ পর্যন্ত। আবেদন করা যাবে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ের ওয়েবসাইট- wcr.indianrailways.gov.in -এ।

Advertisment

তবে এই চাকরির জন্য যোগ্যতম প্রার্থী হওয়ার ক্ষেত্রে মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় নূন্যতম ৫০ শতাংশ নম্বর বাধ্যতামুলক। তাছাড়া, প্রার্থীদের বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে।

আরও চাকরির খবর পড়ুন এখানে

মোট শূন্যপদ- ১৬০

শিক্ষাগত যোগ্যতা:

নূন্যতম ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষা পাশ করতে হবে। অবশ্যই থাকবে হবে আইটিআই-র শংসাপত্র।

বয়স:

প্রার্থীদের বয়স হতে হবে ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে।

আরও পড়ুন: রাইটসে নিয়োগ, চার লক্ষের অধিক বেতন

আবেদনের প্রক্রিয়া:

৫ নভেম্বরের আগে আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট wcr.indianrailways.gov.in -এ গিয়ে আবেদন করতে হবে। ট্রেনিংয়ের সময়সীমা এক বছর।

প্রয়োজনীয় নথি:

* মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষার মার্কশিট।

* জন্ম তারিখের প্রমাণপত্র (এক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে থাকা বয়সকেও প্রমাণপত্র হিসেবে ধরা হবে)।

* আইটিআই মার্কশিট।

বিস্তারিত জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট- wcr.indianrailways.gov.in

indian railway
Advertisment