রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগের বার্তা আগেই দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পুরুলিয়ার সৈনিক স্কুলেও প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে। তাঁর জন্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। বেঁধে দেওয়া হল যোগ্যতার মাপকাঠি।
অনলাইন নয়, অফলাইন মাধ্যমেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে। ইন্টারভিউর দিনই সঙ্গে নিয়ে আসতে হবে সেই ফর্ম। ইন্টারভিউয়ের তারিখ ২৩শে মে, সকাল ৯টার মধ্যে পৌঁছে যেতে হবে। রইল গুরুত্বপূর্ণ সব তথ্যঃ
কী কী সঙ্গে নিয়ে যেতে হবে?
অ্যাপ্লিকেশন ফর্ম, অবশ্যই সঙ্গে নিতে হবে।
আবশ্যিক যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর।
NCTE এর যেকোনও প্রতিষ্ঠান থেকে D.EL.Ed।
ইংরেজি মাধ্যমের স্কুলে পড়ানোর দক্ষতা।
অতিরিক্ত যোগ্যতাঃ স্নাতক কিংবা তারও বেশি।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.Ed।
কম্পিউটার জানা থাকলে ভাল।
শিক্ষক হিসেবে আগে কোথাও কর্মরত থাকলে সেটিও গ্রহণীয়।
খেলাধুলায় আগ্রহ এবং ইচ্ছুক।
দলীয় অভিজ্ঞতা। স্মার্ট ক্লাসে পড়ানোর দক্ষতা।
বেতনঃ দশ হাজার টাকা, TA এবং DA দেওয়া হবে না।
বিশেষ তথ্যঃ নিজের বায়োডাটা এবং সমস্ত অরিজিনাল রেজাল্টের ফটো কপি সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে প্রয়োজন অনুভব করলে সেই ফর্ম বাতিল করা হবে।