ব্যাঙ্কের স্পেশ্যাল পোস্টে বিপুল নিয়োগ! সুযোগ হাতছাড়া করলে আফসোস হবে

কারা পাবেন আবেদনের সুযোগ, জেনে নিন বিস্তারিত

কারা পাবেন আবেদনের সুযোগ, জেনে নিন বিস্তারিত

author-image
IE Bangla Web Desk
New Update
SBI recruit

ব্যাঙ্কের বিশেষ পোস্টে নিয়োগ

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে স্পেশ্যাল ক্যাডেট অফিসার পদে নিয়োগ চলছে। Sbi এর নিজস্ব ক্ষেত্রেই এই আবেদন করা হয়েছে। শীঘ্রই শেষ হবে আবেদন প্রক্রিয়া। আর বেশি দেরি নেই!

পোস্টের নাম:- SBI সিনিয়র ক্যাডেট অফিসার

কয়টি শূন্যপদ :- সর্বমোট শূন্যপদ রয়েছে ৩৫ টি।

Advertisment

আবেদনের খরচ :- জেনারেলদের ক্ষেত্রে ৭৫০ টাকা। অন্যান্যদের ক্ষেত্রে সেই খরচ একটু হলেও কমবে।

কীভাবে করবেন আবেদন :- SBI এর অফিসিয়াল হোমপেজ থেকেই করা যাবে আবেদন। শুধু দেখে নিতে হবে ক্যাডেট পোস্টের জন্য আবেদন করছেন।

Advertisment

বয়স :- নির্ধারিত কোনও বয়স কোনও পোস্টের জন্য বলা হয় নি। পরবর্তীতে দেখে নেওয়া হবে।

কী কী বিষয়ে নজর রাখতে হবে :-

নিজের পুরো নাম, বাবার নাম, আইডি প্রুফ, বয়সের প্রমাণপত্র, এডুকেশনাল সার্টিফিকেট, বায়োডাটা সবকিছুই সঠিকভাবে আপলোড করতে হবে।

কোনওরকম হার্ড কপি অফিসে পাঠানোর দরকার নেই। নিজেদের কাছে প্রমাণ রাখলেই হবে।

বিশেষ উল্লেখ্য :-

ভারতীয় নাগরিক হতে হবে।

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা আইটির যোগ্যতা থাকলে বেশি ভাল। ম্যানেজমেন্ট জানলেও অগ্রাধিকার।

পরবর্তীকালে যোগ্যতার মানদণ্ড পূরণ না করলে সেটিকে বাতিল করা হবে।

প্রত্যেক আবেদনকারীকে নিজেকে মেডিক্যাল ফিট প্রমাণ করা আবশ্যক।

যেকোনও মুহূর্তে SBI এই আবেদন ক্যানসেল করতে পারে।

যারা এখনও কোনও সরকারি চাকরি কিংবা ব্যাংকে চাকরি করছেন তাদের, No objection সার্টিফিকেট অবশ্যই দেখাতে হবে।

আইনি মামলায় জড়িয়ে থাকলে এক্কেবারে সেই আবেদন বাতিল করা হবে।

আবেদনের শেষ তারিখ :- ১৬ জুন, ২০২২

অফিসিয়াল নোটিশ - < https://recruitment.bank.sbi/crpd-sco-2022-23-10/apply >

sbi job