SBI apprentice recruitment 2020: বড় সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৮ হাজার ৫০০ পদে শিক্ষানবীস নেওয়ার নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করল দেশের এই ব্যাঙ্ক। তবে পরীক্ষার জন্য যে ফি পরীক্ষার্থীরা দিয়েছিল তা ফিরিয়ে দেওয়া হবে এমনটাই জানান হয়েছে।
এসবিআই এর তরফে যে নোটিস দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, "শিক্ষানবীসদের নিয়োগ প্রক্রিয়া শিক্ষানবীশ আইন ১৯৬১ অনুসারে CRPD/APPR/2020-21/07 dated 20.11.2020 বাতিল করা হয়েছে। উপরোক্ত বিজ্ঞাপনের আওতায় আবেদন করা এবং ফি দেওয়া টাকা সমস্ত প্রার্থীই ফেরত পাবেন।”
যদিও ফের নতুন করে আবেদন করার কথা জানিয়েছে ব্যাঙ্ক। ৬ হাজার ১০০টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে - sbi.co.in এ আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। আবেদনের শেষ দিন ২৬ জুলাই।
পরীক্ষাটি ২০২১ সালের আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সঠিক তারিখ প্রকাশ করা হয়নি। যারা লিখিত পরীক্ষা পাশ করেছেন তাদেরকেও তারা যে রাজ্যের জন্য আবেদন করেছেন তার স্থানীয় ভাষার একটি পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে। আরও একটি মেডিকেল পরীক্ষাও অনুষ্ঠিত হবে। নির্বাচিত প্রার্থীদের শিক্ষানবিশ হিসাবে নেওয়া হবে।
শিক্ষানবিসরা প্রথম বছরের প্রতি মাসে ১৫ হাজার টাকা, দ্বিতীয় বছর মাসে ১৬ হাজার ৫০০ টাকা এবং তৃতীয় বছর প্রতি মাসে ১৯ হাজার টাকা পাবেন। শিক্ষানবিসদের অন্য কোনও ভাতা বা সুবিধাদেওয়া হবে না।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন