SBI Clerk 2020 eligibility, age limit, salary: নতুন বছরের শুরুতেই বিপুল সংখ্যক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। ক্লারিকালে জুনিয়র অ্যাসোসিয়েট পদের জন্য মোট ৭৮৭০টি শূণ্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করল এসবিআই। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in/ careers-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা ২৬ জানুয়ারী, ২০২০।
এই পদের নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হবে। যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষায় পাস করবেন তাঁদেরকে পরবর্তীতে ডকুমেন্ট যাচাই এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। নির্বাচনের সর্বশেষ ধাপে প্রকাশিত করা হবে ফাইনাল মেরিট লিস্ট।
আরও পড়ুন: বিহারে তরুণ খুনে ধৃত ‘হিন্দু সংগঠনের’ দুই সদস্য
বয়সসীমা:
প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ২৮ বছর এবং সর্বনিম্ম ২০ বছর
পরীক্ষা পদ্ধতি:
প্রিলিমিনারী:
ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০ প্রশ্ন)- ৩০ নম্বর
নিউমেরিকাল অ্যাবিলিটি (৩৫ প্রশ্ন)- ৩৫ নম্বর
রিজনিং অ্যাবিলিটি (৩৫ প্রশ্ন)-৩৫ নম্বর
মেইনস পরীক্ষা:
জেনারেল/ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস (৫০ প্রশ্ন)- ৫০ নম্বর
জেনারেল ইংলিশ (৪০ প্রশ্ন)- ৪০ নম্বর
কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৫০ প্রশ্ন)- ৫০ নম্বর
রিজনিং অ্যাবিলিটি (৫০ প্রশ্ন)- ৬০ নম্বর
কীভাবে আবেদন করবেন?
* স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ যান
* হোমপেজের 'কেরিয়ার' অপশনটিতে ক্লিক করুন
* পরের পেজ খুলে গেলে সেখানে 'ইম্পর্ট্যান্ট নোটিসের' 'রিক্রুটমেন্ট অফ ক্লার্ক' অপশনটিতে যান
* এরপর ‘apply online’-এ যান
* সেখানে ‘new registration’ অপশনটিতে যান
* সেখানে রেজিস্ট্রেশন আইডি দিয়ে লগ ইন করুন
* ফর্ম ফিল আপ করুন, নিজের ছবি আপলোড করুন
* পেমেন্টের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করুন
Read the story in English