সম্প্রতি স্পেশালিস্ট ক্যাডার অফিসার (SO), রিলেশনশিপ ম্যানেজার এবং আরও বেশ কয়েকটি শূন্যপদ সমেত মোট ৬৪৪ টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অনলাইনে আবেদনের শেষ দিন ১২ জুন, ২০১৯। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আরও চাকরির খবর পড়ুন এখানে,
শূন্যপদের বিস্তারিত তথ্য:
মোট শূন্যপদ - ৬৮৮
রিলেশনশিপ ম্যানেজার (e-Wealth, NRI) - ৪৮৬
স্পেশাল ক্যাডার অফিসার - ৬৫
কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ - ৬৬
রিলেশনশিপ ম্যানেজার - ২০
হেড (প্রোডাক্ট, ইনভেস্টমেন্ট এবং রিসার্চ) - ১
ফিক্সড ইনকাম রিসার্চ অ্যানালিস্ট - ১
জোনাল হেড সেলস - ১
সেন্ট্রাল অপারেশন টিম সাপোর্ট - ৩
রিস্ক অফিসার - ১
শিক্ষাগত যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক হতে হবে, এমবিএ কিংবা সমতুল্য পিজিডিএম ডিগ্রি থাকতে হবে।
কীভাবে আবেদন করবেন?
১. এসবিআইয়ের অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in এ যেতে হবে প্রথমে।
২. এরপর হোমপেজের উপরের দিকের ডানদিকে “careers” অপশনে ক্লিক করুন।
৩. পরবর্তীতে একটি নতুন পেজ খুলবে।
৪. সেই পেজটিতে ‘important notice’এর মধ্যে থাকা “recruitment of clerk” অপশনটি সিলেক্ট করুন।
৫. যে পদের জন্য আবেদন করতে চান সেখানে গিয়ে ‘apply online’এ ক্লিক করুন।
৬. ‘new registration’ অপশনটিতে ক্লিক করুন।
৭. বিস্তারিত তথ্য পূরণ করে রেজিস্ট্রেশন করুন
৮. রেজিস্ট্রেশন হয়ে গেলে সেই আইডি দিয়ে লগ ইন করুন।
৯. পুনরায় একটি ফর্ম পূরণ করে, নিজের ছবি আপলোড করুন।
১০. সবশেষে পেমেন্টের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।
বিস্তারিত জানতে দেখুন এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট, sbi.co.in