প্রবেশনারি অফিসার (পিও) পদে ২০০০ কর্মী নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে(বিজ্ঞপ্তি নং- CRPD/PO/2019-20/21)। আবেদনের সময়সীমা ২২এপ্রিল ২০১৯ পর্যন্ত।
শূন্যপদের বিস্তারিত তথ্য:-
মোট আসন- ২০০০
অসংরক্ষিত আসন- ৮১০
তপশিলি জাতি- ১৫০
ওবিসি- ৫৪০
আর্থিকভাবে অনগ্রসর শ্রেণি- ২০০
শিক্ষাগত যোগ্যতা :-
যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও শাখায় স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়স সীমা :-
প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ এর মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে কতটা ছাড় পাওয়া যাবে, সেই সংক্রান্ত তথ্য মিলবে অফিসিয়াল ওয়েবসাইটে।
আবেদন ফি :-
৭৫০টাকা। তফসিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনও আবেদন ফি লাগবে না, শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ ১২৫টাকা দিতে হবে। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও ফি দেওয়া যাবে।
নির্বাচন পদ্ধতি:-
প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা, গ্রুপ এক্সারসাইজ ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৩৫ নম্বর) এবং রিজনিং এবিলিটি (৩৫ নম্বর)। সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা, সময় থাকবে ১ ঘন্টা। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মেইন পরীক্ষা দিতে পারবেন, সেখানে থাকবে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউড (৪৫ নম্বর), ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন (৩৫ নম্বর), জেনারেল / ইকোনমি / ব্যাঙ্কিং অ্যাওয়্যারনেস (৪০ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩৫ নম্বর),। সর্বমোট ১৫৫ নম্বরের পরীক্ষা, সময় ৩ ঘন্টা। প্রিলিমিনারি ও মেইন পরীক্ষা এই দুই ক্ষেত্রেই প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের এবং নেগেটিভ মার্কিং থাকবে। সবশেষে ২০০ নম্বরের গ্রুপ এক্সারসাইজ এবং ৩০ নম্বরের ইন্টারভিউ থাকবে।
বেতনক্রম:-
পিও পদে নির্বাচিত প্রার্থীরা ২৩৭০০ টাকা থেকে ৪২০২০ টাকার মধ্যে মাসিক বেতন পাবেন, এছাড়া থাকবে অন্যান্য ভাতা।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২২ এপ্রিল ২০১৯ পর্যন্ত। প্রিলিমিনারি পরীক্ষার জন্য কল লেটার ডাউনলোড করা যাবে মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে। প্রিলিমিনারি পরীক্ষা হবে ৮,৯,১৫ ও ১৬ জুন'২০১৯ এবং ফলাফল প্রকাশ হবে জুলাইয়ের প্রথম সপ্তাহে। মেইন পরীক্ষা হবে ২০ জুলাই ২০১৯, এ ক্ষেত্রে কললেটার ডাউনলোড করা যাবে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে। পরবর্তী গ্রুপ এক্সারসাইজ ও ইন্টারভিউয়ের কল লেটার ডাউনলোড করা যাবে অগস্টের চতুর্থ সপ্তাহে, পরীক্ষাটি হবে সেপ্টেম্বরে। চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে।
কীভাবে আবেদন করবেন:-
বিস্তারিত তথ্য জানতে দেখুন এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট- https://bank.sbi/careers.