Advertisment

SBI Recruitment 2019: ভারতীয় স্টেট ব্যাঙ্কের ২০০০ শূন্যপদে নিয়োগ

২১ থেকে ৩০ বছরের মধ্যে যাঁদের বয়স, তাঁরাই আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২২এপ্রিল ২০১৯। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রবেশনারি অফিসার (পিও) পদে ২০০০ কর্মী নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে(বিজ্ঞপ্তি নং- CRPD/PO/2019-20/21)। আবেদনের সময়সীমা ২২এপ্রিল ২০১৯ পর্যন্ত।

Advertisment

শূন্যপদের বিস্তারিত তথ্য:-

মোট আসন- ২০০০

অসংরক্ষিত আসন- ৮১০

তপশিলি জাতি- ১৫০

ওবিসি- ৫৪০

আর্থিকভাবে অনগ্রসর শ্রেণি- ২০০

শিক্ষাগত যোগ্যতা :-

যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও শাখায় স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়স সীমা :-

প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ এর মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে কতটা ছাড় পাওয়া যাবে, সেই সংক্রান্ত তথ্য মিলবে অফিসিয়াল ওয়েবসাইটে।

আবেদন ফি :-

৭৫০টাকা। তফসিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনও আবেদন ফি লাগবে না, শুধুমাত্র ইন্টিমেশন চার্জ বাবদ ১২৫টাকা দিতে হবে। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও ফি দেওয়া যাবে।

আরও চাকরির খবর পেতে চোখ রাখুন

নির্বাচন পদ্ধতি:-

প্রিলিমিনারি পরীক্ষা, মেইন পরীক্ষা, গ্রুপ এক্সারসাইজ ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৩৫ নম্বর) এবং রিজনিং এবিলিটি (৩৫ নম্বর)। সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা, সময় থাকবে ১ ঘন্টা। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মেইন পরীক্ষা দিতে পারবেন, সেখানে থাকবে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউড (৪৫ নম্বর), ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন (৩৫ নম্বর), জেনারেল / ইকোনমি / ব্যাঙ্কিং অ্যাওয়্যারনেস (৪০ নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩৫ নম্বর),। সর্বমোট ১৫৫ নম্বরের পরীক্ষা, সময় ৩ ঘন্টা। প্রিলিমিনারি ও মেইন পরীক্ষা এই দুই ক্ষেত্রেই প্রশ্ন হবে অবজেক্টিভ টাইপের এবং নেগেটিভ মার্কিং থাকবে। সবশেষে ২০০ নম্বরের গ্রুপ এক্সারসাইজ এবং ৩০ নম্বরের ইন্টারভিউ থাকবে।

বেতনক্রম:-

পিও পদে নির্বাচিত প্রার্থীরা ২৩৭০০ টাকা থেকে ৪২০২০ টাকার মধ্যে মাসিক বেতন পাবেন, এছাড়া থাকবে অন্যান্য ভাতা।

গুরুত্বপূর্ণ তারিখ:

অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২২ এপ্রিল ২০১৯ পর্যন্ত। প্রিলিমিনারি পরীক্ষার জন্য কল লেটার ডাউনলোড করা যাবে মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে। প্রিলিমিনারি পরীক্ষা হবে ৮,৯,১৫ ও ১৬ জুন'২০১৯ এবং ফলাফল প্রকাশ হবে জুলাইয়ের প্রথম সপ্তাহে। মেইন পরীক্ষা হবে ২০ জুলাই ২০১৯, এ ক্ষেত্রে কললেটার ডাউনলোড করা যাবে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে। পরবর্তী গ্রুপ এক্সারসাইজ ও ইন্টারভিউয়ের কল লেটার ডাউনলোড করা যাবে অগস্টের চতুর্থ সপ্তাহে, পরীক্ষাটি হবে সেপ্টেম্বরে। চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে।

কীভাবে আবেদন করবেন:-

বিস্তারিত তথ্য জানতে দেখুন এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট- https://bank.sbi/careers.

sbi Government Jobs
Advertisment