Advertisment

SBI Recruitment 2020: বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ স্টেট ব্যাঙ্কের

SBI Jobs 2020: আগ্রহী প্রার্থীরা ২৬ জানুয়ারি ২০২০-এর মধ্যে এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ গিয়ে আবেদন করতে পারবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
sbi jobs 2020, sbi clerk

SBI Junior Associate Eligibility, Fee, Exam Pattern: চাকরির বাজারে সুখবর নিয়ে আসল ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। আগ্রহী প্রার্থীদের জন্য বিপুল সংখ্যক শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশ করল এসবিআই। আগ্রহী প্রার্থীরা ২৬ জানুয়ারি ২০২০-এর মধ্যে এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ গিয়ে আবেদন করতে পারবেন। জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে প্রার্থীদের, থাকবে ছ'মাসের প্রবেশন পিরিয়ড।

Advertisment

প্রার্থীরা ২৬ জানুয়ারি ফর্ম সাবমিট করার পরও ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সেই ফর্ম এডিট করতে পারবেন। ২৬ জানুয়ারির মধ্যে আবেদনের ফি এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে রাখতে হবে। প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেইনস পরীক্ষায় বসতে হবে। প্রিলিমিনারি পরীক্ষাটি হবে ফেব্রুয়ারি-মার্চ মাসে, মেইনস পরীক্ষাটি হবে ১৯ এপ্রিল ২০২০।

আরও চাকরির খবর পড়ুন, এখানে

বয়সক্রম:

প্রার্থীদের নূন্যতম বয়স হতে হবে ২০ বছর। বয়সের উর্দ্ধসীমা হতে হবে ২৮ বছর। সমাজের অনগ্রসর শ্রেণির জন্য বয়সের ছাড় দেওয়া হবে।

শিক্ষাক্রম:

প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে।

কীভাবে আবেদন করবেন?

* প্রথমে এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট- sbi.co.in-এ যান

* সেই ওয়েবসাইটের ‘careers’ অপশনটিতে ক্লিক করুন'

* এরপর ‘latest announcement’ অপশনের ‘junior associate’ লিঙ্কটিতে গিয়ে ‘apply online’-এ ক্লিক করুন

* সেখানে ‘click here for new registration’ দেখতে পাওয়া যাবে, সেখানে ক্লিক করুন

* নিজের বিস্তারিত তথ্য দিয়ে তা ভেরিফাই করুন

* এরপর লগ-ইন করুন

* ফর্ম ফিল আপ করুন এবং ছবি আপলোড করুন

* পেমেন্টের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন

আবেদনের ফি:

এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের দিতে হবে ৭৫০ টাকা।

পরীক্ষা পদ্ধতি:

sbi exam pattern উক্ত পদের জন্য পরীক্ষা পদ্ধতি

বিস্তারিত জানতে দেখুন স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট- sbi.co.in

Read the story in English

sbi Government Jobs
Advertisment