SBI SO recruitment 2018: স্পেশালিস্ট ক্যাডার অফিসার (SO) পদের জন্য আবেদনের সময়সীমা বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ, ১৫ ডিসেম্বর অনলাইনে আবেদনের শেষ তারিখ। প্রথম প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের শেষ তারিখ ছিল ৬ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত। কাজেই যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে পারেননি তাঁরা আজ দিনের শেষ পর্যন্ত সময় পাবেন।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিভিন্ন বিভাগের জন্য শূন্যপদের সংখ্যা ৩৮টি। আগ্রহী প্রার্থীরা স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের কেরিয়ার অপশনে গিয়ে আবেদন করুন। SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটটি হল www.sbi.co.in.
আরও পড়ুন: SBI Recruitment 2018: SBI-তে চাকরি করতে চান? শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া
SBI SO-র চাকরি সম্পর্কিত বিস্তারিত তথ্য দেখে নিন
— ভাইস প্রেসিডেন্ট (সেক্টর স্পেশালিস্ট) – সেক্টর অনুযায়ী মোট পদ ৩টি (Road-1, Power-1, Oil and Gas-1.)
— অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (সেক্টর স্পেশালিস্ট) – সেক্টর অনুযায়ী মোট পদ ৭টি (Road-2, Power-2, Oil & Gas-2, Iron & Steel-1)
— ম্যানেজার (সেক্টর স্পেশালিস্ট) – সেক্টর অনুযায়ী মোট পদ ১১টি: (Road-3, Power-3, Oil & Gas-2, Metal-1, Iron & Steel-1, Textile-1)
আবেদনের সময় প্রার্থীকে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে (বায়োডেটা, পরিচয় পত্র, বয়সের প্রমানপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা সংক্রান্ত সার্টিফিকেট)।
আবেদন প্রক্রিয়া: প্রথমে Faculty SBIL, Kolkata (Executive Education) / SBICB, Hyderabad (Mkt.) এবং SBICRM, Gurugram, Haryana (Credit/ Risk Management/ International Banking) পদগুলোর জন্য ইন্টারভিউ-এর মাধ্যমে প্রথম পর্যায়ের প্রার্থী বাছাই করা হবে। এরপর কিছু টপিকের ওপর ডেমো সেশন হবে।
মেধা তালিকা: ইন্টারভিউ-এর নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে, কোনও কারণে যদি দুজন প্রার্থী একই কাটঅফ নম্বর (common marks at cut-off point) পেয়ে থাকেন সে ক্ষেত্রে প্রার্থীর বয়স এবং মেধা তালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।
Read the full story in English
চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন