সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী,স্পেশালিস্ট ক্যাডার অফিসার (SO) শূন্যপদে অনলাইনে আবেদনের শেষ দিন ২৫ এপ্রিল ২০১৯।আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in এর মাধ্যমে আবেদন করতে পারবে।
নির্বাচিত প্রার্থীদের ৩ বছরের চুক্তিতে নেওয়া হবে এবং পরবর্তী দু'বছরের জন্য তা পুনর্নবীকরণযোগ্য চুক্তি হিসেবেই বহাল থাকবে। ইন্টারভিউয়ের মাধ্যমে মোট চারজন প্রার্থীকে নেওয়া হবে।
আরও পড়ুন RRB recruitment 2019: লক্ষাধিক শূন্যপদে নিয়োগের সময়সীমা বাড়াল রেল
SBI SO recruitment 2019: Eligibility
প্রয়োজনীয় নথি
বায়োডেটা,
নিজের একটি পরিচয়পত্র,
জন্মের প্রমাণপত্র,
শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
এক্সপেরিয়েন্স সার্টিফিকেট,
পেমেন্টের ই-রিসিট,
কাস্ট সার্টিফিকেট,
নিজের ছবি,
সিগনেচার
আরও চাকরির খবর পেতে দেখুন
কিভাবে আবেদন করবেন?
১। অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in এ যেতে হবে
২। হোমপেজের 'কেরিয়ার' অপশনে ক্লিক করুন
৩। নতুন পেজ খুলবে তার পরে সেখানে ' রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট ক্যাডার অফিসার' লিঙ্কটিতে ক্লিক করুন।
৪। বিস্তারিত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন
৫। সেই রেজিস্ট্রেশন দিয়ে লগ-ইন করুন
৬। প্রয়োজনীয় নথি দিয়ে ফর্মটি পূরণ করুন
৭। পেমেন্টের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পূর্ন করুন।
আবেদনের ফি
আগ্রহী প্রার্থীদের ৭৫৯টাকা ফি জমা দিতে হবে, সংরক্ষিত প্রার্থীদের দিতে হবে ১২৫ টাকা।
বেতনক্রম
নির্বাচিত প্রার্থীরা বার্ষিক ১৫ লক্ষ টাকা বেতন পাবেন, সঙ্গে থাকবে ৩ লক্ষ টাকা অবধি ভাতা এবং বার্ষিক ৫% থেকে ১০% হারে বেতনবৃদ্ধি।
বিস্তারিত তথ্য জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট- sbi.co.in
Read the full story in English