এবার শিলিগুড়ি পুরনিগমের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দারাই এই পদে চাকরির জন্য আবেদনের যোগ্য। এই চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য এই প্রতিবেদেন দেওয়া হল।
Officer on Special Duty (Legal) পদে কর্মী নিয়োগ করবে শিলিগুড়ি পুরনিগম। এই চাকরির জন্য আবেদনকারীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতকস্তর উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটারের কাজে দখল থাকতে হবে। যাঁদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে তাঁরা প্রাধান্য পাবেন।
আরও চাকরির খবর- উচ্চ মাধ্যমিক উতরেছেন? মিলতে পারে প্রায় ২৩ হাজার টাকা মাইনের চাকরি
বয়সসীমা ও বেতন-
এই পদে চাকরির জন্য ২৫ থেকে ৪০ বছরের প্রার্থীরা আবেদনের যোগ্য। এক্ষেত্রে মাসে বেতন হবে ৩০ হাজার টাকা।
আবেদন পদ্ধতি -
এই চাকরির জন্য লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই কর্মী নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রমাণস্বরূপ যাবতীয় নথি নিয়ে নির্দিষ্ট ঠিকানায় নির্ধারিত সময়ের আগে পৌঁছে যেতে হবে। ইন্টারভিউ শুরুর আধ ঘণ্টা আগে সেখানে উপস্থিত হতে হবে।
আরও চাকরির খবর- বিপুল অঙ্কের বেতনে রাজ্যের বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদনের যোগ্য কারা?
এই চাকরি সংক্রান্ত তথ্য দেখতে অফিসিয়াল ওয়েবসাইটের এই লিংকে ক্লিক করুন- http://www.siligurismc.in/index.php
ইন্টারভিউস্থলের ঠিকানা -
Conference Hall of Siliguri Municiapl Corporation, Baghajatin Road, Siliguri Municipal Corporation, District: Darjeeling, Siliguri- 734001
আরও চাকরির খবর- আপনি কি উচ্চ মাধ্যমিক পাশ? এয়ারপোর্টে মিলতে পারে নজরকাড়া এই চাকরি!
ইন্টারভিউয়ের তারিখ-
আগামী ১৬ জুন, ২০২৩ তারিখে ইন্টারভিউটি হবে।