Advertisment

South Indian Bank PO Recruitment: প্রোবেশনারি অফিসার নিয়োগ করবে সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক

South Indian Bank PO Recruitment 2018 Notification Released: নির্ধারিত সময়সীমার মধ্যে এই প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার পর, Scale I-এ প্রোবেশনারি অফিসারের পদের জন্য ওই ব্যক্তিকে নিয়োগ করবে সংশ্লিষ্ট ব্যাঙ্ক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

South Indian Bank PO Recruitment 2018

South Indian Bank PO Recruitment Notification Released at Southindianbank.com: PGDBF প্রোগামের মাধ্যমে প্রোবেশনারি অফিসার নিয়োগ করবে সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক। আগামী ১০ ডিসেম্বর থেকেই শুরু হবে আবেদন প্রক্রিয়া। চলতি মাসেই হবে নিয়োগ পরীক্ষা। নির্ধারিত সময়সীমার মধ্যে এই প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার পর, Scale I-এ প্রোবেশনারি অফিসারের পদের জন্য ওই ব্যক্তিকে নিয়োগ করবে সংশ্লিষ্ট ব্যাঙ্ক। সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ব্যাঙ্কের তরফে।

Advertisment

জরুরি তারিখ: 

আবেদন প্রক্রিয়া শুরু: ১০ ডিসেম্বর, ২০১৮
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ১৬ ডিসেম্বর, ২০১৮
অনলাইন টেস্টের তারিখ: ২৯ ডিসেম্বর, ২০১৮

আরও পড়ুন: মহিলা কর্মী নিয়োগ করবে Swiggy, দেখে নিন আবেদন করবেন কীভাবে

শিক্ষাগত যোগ্যতা:

প্রার্থীকে দশম শ্রেণি, দ্বাদশ শ্রেণী উত্তির্ণ হতে হবে। পাশাপাশি অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে প্রার্থীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট (যে কোনও বিভাগ) হতে হবে।

৩০ নভেম্বর, ২০১৮ অনুযায়ী প্রার্থীর বয়সের উর্ধ্বসীমা ২৫ বছর। SC/ST প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: 

ইচ্ছুক প্রার্থীরা সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.southindianbank.com থেকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটের পেজেই মিলবে Careers অপশন। সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করে আবেদন করুন।

জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ৮০০ টাকা দিতে হবে আবেদন ফি হিসাবে। SC/ST-দের জন্য আবেদন ফি ২০০ টাকা।

নির্বাচনী প্রক্রিয়া: 

অনলাইন টেস্ট, গ্রুপ ডিসকাসন এবং এরপর ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। প্রসঙ্গত, এক্ষেত্রে চূড়ান্ত তালিকা তৈরি হবে অনলাইন টেস্ট, গ্রুপ ডিসকাসন এবং ইন্টারভিউ-এর সমন্বিত নম্বরের ভিত্তিতে।

চাকরি সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন

Advertisment