/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/ssc-psc-recruitment.jpg)
নিয়োগের ছড়াছড়ি দেশজুড়ে
এবছর থাকছে কর্মের ক্ষেত্রে বিরাট সুযোগ। এবং ঠিক তেমনই ঘোষণা করা হয়েছে SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এবং PSC অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের তরফে। নানা পদের নিয়োগ থেকে নিয়োগ পরবর্তী কাজ আগামী দিনেই শুরু করা হবে।
আজাদী কা অমৃত মহোৎসব হিসেবে দেশে কর্মসংস্থানের সুযোগ বিপুল রয়েছে। এসএসসি এর তরফে আগেই জানানো হয়েছিল শীঘ্রই ১৫ হাজার পদের নিয়োগ শুরু হবে। ঠিক তার পরেই, বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, ৭০০০০ নিয়োগ নানা পদে শুরু করা হবে। কোন বিভাগে কী পরীক্ষা হবে সেই সম্পর্কে পরবর্তীতে জানানো হয় এ। এসএসসির ওয়েবসাইটেই সেই সংক্রান্ত তথ্য দেওয়া হবে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/image-16.png)
শুধু তাই নয় পরীক্ষা সংক্রান্ত সিলেবাস এবং তার কোর্স সবকিছুই জানানো হবে। প্রতিদিন ওয়েবসাইট খেয়াল রাখার সম্পর্কেও জানানো হয়েছে। কমিশনের তরফে প্রতিদিনই কিছু না কিছু তথ্য থাকবে। আগামী বছরের মধ্যেই নিয়োগ করা হবে।
শুধু ssc নয়, বরং পিএসসির তরফেও মিলেছে সুখবর। দুবছরের সময় অতিক্রান্ত! আর সামনেই হতে চলেছে icds women এর তালিকা প্রকাশ। রিক্রুট এক্সামিনেশন বোর্ড থেকে শীঘ্রই প্রকাশ করা হবে লিখিত পরীক্ষার ফলাফল। সেই প্রেক্ষিতেই জানিয়ে দেওয়া হয়েছে আগামী কিছুদিনের মধ্যেই অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন এর সময় শুরু। জুলাই মাসের ১ তারিখ থেকেই ডকুমেন্ট আপলোডের সময়সীমা শুরু।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/06/image-17.png)
জানিয়ে দেওয়া হয়েছে ইন্টারভিউর আপেক্ষিক তারিখও। ২৫ জুলাই থেকে শুরু হতে পারে ইন্টারভিউ, তার জন্যও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এমনিতেও পশ্চিমবঙ্গের নানা জেলায় নানা বিভাগে রিক্রুটমেন্ট শুরু হয়ে গিয়েছে।