SSC CGL 2019 Eligibility. Exam Date, Application Form: স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)-এর পক্ষ থেকে প্রকাশ করা হলো কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশনের (সিজিএল)-২০১৯ টিয়ার ওয়ান পরীক্ষার সূচী। ২২ অক্টোবর থেকে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চালু হচ্ছে এই আবেদন প্রক্রিয়া। ২২ নভেম্বর অবধি আবেদন করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মার্চের ২ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত চলবে এই এসএসসি পরীক্ষা। প্রতি বছর অন্তত ২০ থেকে ৩০ লক্ষ প্রার্থী এই পরীক্ষার জন্য আবেদন করেন।
আরও চাকরির খবর পড়ুন এখানে
বয়সক্রম:
প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে এসএসসি সিজিএল-এর জন্য আবেদনের বয়সসীমা কমিয়ে ১৮ বছর করা হয়েছে। এর আগে নিয়োগ পরীক্ষাটির সর্বনিম্ন বয়সসীমা ছিল ২০ বছর। আশা করা হচ্ছে, বয়সের এই পরিবর্তনটি এই বছরও বাস্তবায়িত হবে। তবে অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করার পরেই সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীদের নূন্যতম স্নাতক হতে হবে যে কোনও বিষয়ে।
পরীক্ষার পদ্ধতি:
এসএসসির এই পরীক্ষায় থাকবে ১০০টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের জন্য বরাদ্দ থাকবে ২ নম্বর, প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কেটে নেওয়া হবে। রিজনিং দিয়ে শুরু হবে প্রশ্নপত্র, শেষ হবে ইংরেজী দিয়ে। টিয়ার ওয়ান পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁরাই পরবর্তী টিয়ার-টু এবং টিয়ার থ্রি পরীক্ষায় বসতে পারবেন।
এসএসসি-সিজিএল টিয়ার-টু পরীক্ষায় থাকবে চারটি পেপার। সেখানে থাকবে কোয়ান্টিটেটিভ অ্যাবিলিটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, স্ট্যাটিস্টিকস এবং জেনারেল স্টাডিস।
বেতনক্রম:
যাঁরা এসএসসি-সিজিএলের সবকটি পর্যায়ে উত্তীর্ণ হবেন, তাঁদের সরকারি দফতরে গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। বি পদের প্রার্থীদের বেতনক্রম ৯,৩০০ থেকে ৩৪,৮০০ টাকা। সি পদের প্রার্থীদের বেতনক্রম ৫,২০০ থেকে ২০,২০০ টাকা।
Read the full story in English