Advertisment

SSC CGL Tier 1 Answer Key: প্রশ্নের উত্তর নিয়ে আপত্তি থাকলে আজই জানান কমিশনে

পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ২০ আগস্ট। সারা দেশ জুড়ে ৪ জুন থেকে ১৩ জুন এই পরীক্ষা হয়েছিল। পরীক্ষার জন্য ২৫.৯৭ লক্ষ আবেদন জমা পড়লেও পরীক্ষা দিয়েছে মাত্র ৮.৩৭ লক্ষ প্রার্থী।

author-image
IE Bangla Web Desk
New Update
india employment

প্রকাশিত হল স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) -এর কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (সিজিএল) প্রথম স্তরের পরীক্ষার সম্ভাব্য উত্তর। যারা পরিক্ষা দিয়েছিলেন ssc.nic.in. ওয়েবসাইটে গিয়ে উত্তর মিলিয়ে নিতে পারেন।

Advertisment

কোনও উত্তর নিয়ে সমস্যা অথবা আপত্তি থাকলে ৩০ জুনের মধ্যে প্রতি প্রশ্নের জন্য ১০০ টাকা সমেত আবেদন করতে পারবেন কমিশনের ওয়েবসাইটেই। ৩০ জুন বিকেল ৫টার মধ্যেই আবেদন করতে হবে। ওয়েবসাইট থেকে পাওয়া জবাবের একটি প্রিন্ট আউট নিয়ে রাখাই বাঞ্ছনীয়।

কী ভাবে জানবেন এসএসসি সিজিএল টায়ার ওয়ান পরীক্ষার সম্ভাব্য উত্তর?

ssc.nic.in ওয়েবসাইটে ক্লিক করুন

‘answer key’ লিঙ্কে ক্লিক করুন

কম্পিউটার স্ক্রিনে খুলবে একটি পিডিএফ ফাইল

ফাইলটি ডাউনলোড করে ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট রাখা উচিত

চূড়ান্ত আনসার কি প্রকাশিত হবে জুলাই মাসে

এসএসসি সিজিএল টায়ার ওয়ান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ২০ আগস্ট। সারা দেশ জুড়ে ৪ জুন থেকে ১৩ জুন এই পরীক্ষা হয়েছিল। পরীক্ষার জন্য ২৫.৯৭ লক্ষ আবেদন জমা পড়লেও পরীক্ষা দিয়েছে মাত্র ৮.৩৭ লক্ষ প্রার্থী।

কেমন ছিল প্রশ্নপত্র?

১০০ টি প্রশ্ন ছিল। প্রতি প্রশ্নের জন্য বরাদ্দ ছিল ২ নম্বর। প্রতি দুটি ভুল উত্তরের জন্য এক নম্বর নেগেটিভ মার্কিং বরাদ্দ ছিল।

সাধারণ জ্ঞান, অংক, রিজনিং, ইংরেজই এই চারটি বিষয়ের ওপর পরীক্ষা হয়েছিল।

Read the full story in English

Government Jobs Govt of India
Advertisment