Advertisment

SSC CHSL 2019: কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য আবেদন করুন

SSC CHSL 2019 Notification to be Released Tomorrow: যারা আবেদন করতে ইচ্ছুক ,   ssc.nic.in  এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারেন। ১ জুলাই থেকে ২৬ জুলাইয়ের মধ্যে বিভিন্ন দিনে নানা শিফটে পরীক্ষা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
SSC CHSL 2019, SSC CHSL Notification 2019

 SSC CHSL 2019 Exam to Begin from July 1st:

Advertisment

স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) দু-এক দিনের মধ্যেই প্রকাশ করতে চলেছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল (সিএইচএসএল) পরীক্ষার বিজ্ঞপ্তি। এসএসসি-র পক্ষ থেকে প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী ৫ মার্চ প্রকাশিত হওয়ার কথা বিস্তারিত বিজ্ঞপ্তি। আগামী ৫ এপ্রিল পর্যন্ত চলবে অনলাইন আবেদনের পদ্ধতি।

যারা আবেদন করতে ইচ্ছুক ,   ssc.nic.in  এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারেন। ১ জুলাই থেকে ২৬ জুলাইয়ের মধ্যে বিভিন্ন দিনে নানা শিফটে পরীক্ষা হবে।

শিক্ষাগত যোগ্যতা

দ্বাদশ পাশ করার পর যে কেউ এই পরীক্ষায় বসতে পারেন।

আরও পড়ুন, এয়ার স্ট্রাইকে ২৫০ জনেরও বেশি জঙ্গি নিহত: অমিত শাহ

বয়সের যোগ্যতা

১ আগস্ট, ২০১৯ এ প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ -এর মধ্যে।

কী ভাবে আবেদন করবেন?

অফিসিয়াল ওয়েবসাইট  ssc.nic.in  এ যেতে হবে

হোমপেজে ‘SSC CHS 2019..’ এ ক্লিক করুন

‘new registration’ এ ক্লিক করুন

রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে লগ ইন করুন

আবেদনের বিস্তারিত শর্ত অনুযায়ী ফর্ম ফিল আপ করে ছবি আপলোড করে পেমেন্ট করুন

আরও পড়ুন, NITTTR TGT Recruitment 2019: শিক্ষক হতে চান? ৪৫ হাজার টাকা বেতনের চাকরির জন্য আবেদন করুন

আবেদনের ফি

আবেদনের ফি মাত্র ১০০ টাকা

বাছাই পদ্ধতি

তিন ধাপে পরীক্ষা হবে। প্রথম ধাপে কম্পিউটারে একটি পরীক্ষা হবে। ২০০ নম্বরের পরীক্ষা। প্রতি উত্তর ভুল করলে ০৫ নম্বর নেগেটিভ মার্কিং হবে।

দ্বিতীয় ধাপে ১ ঘণ্টার ১০০ নম্বরের পরীক্ষা। দ্বিতীয় ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীকে স্কিল টেস্ট অথবা টাইপিং এর পরীক্ষায় বসতে হবে। সেখান থেকে হবে চূড়ান্ত বাছাই।

Read the full story in English

Government Jobs
Advertisment