Advertisment

SSC CHSL recruitment 2017: নির্বাচিত প্রার্থীদের প্রেফারেন্স তালিকা প্রকাশিত

যে সমস্ত প্রার্থী নির্বাচিত হয়েছেন, তাঁরা নিজেদের নাম এবং রোল নম্বর সহযোগে কোন দফতরে দায়িত্ব নিতে চান, তার পছন্দের তালিকা জমা দিতে পারবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
jobs

উৎকর্ষ বাংলায় চাকরির সুযোগ

SSC CHSL recruitment 2017:

Advertisment

স্টাফ সিলেকশন কমিশন ২০১৭ সালের কম্বাইন্ড হায়ার সেকন্ডারি লেভেল পরীক্ষার রাজ্য এবং অঞ্চল ভিত্তিক শুন্যপদের বিস্তারিত তথ্য প্রকাশ করল। যে সমস্ত প্রার্থী নির্বাচিত হয়েছেন, তাঁরা নিজেদের নাম এবং রোল নম্বর সহযোগে কোন দফতরে দায়িত্ব নিতে চান, তার পছন্দের তালিকা জমা দিতে পারবেন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ssc.nic.in.

চাকরির সব খবর জানতে চোখ রাখুন এখানে।

কী করতে হবে?

প্রথম ধাপ-  ssc.nic.in এই ওয়েবসাইটে যেতে হবে

দ্বিতীয় ধাপ-  ‘option form for preference’ এই লিঙ্কে ক্লিক ক্রতে হবে

তৃতীয় ধাপ- ফর্ম ডাউনলোড করতে হবে

চতুর্থ ধাপ-নাম, রোল নম্বর লিখে আপনার পছন্দের তালিকা তইরি করতে হবে

পঞ্চম ধাপ- নিজের সই  করে অন্যান্য বিস্তারিত তথ্য দিতে হবে

ষষ্ঠ ধাপ- ফর্ম টি খামবন্ধ অবস্থায় এসএসসি অফিসে পাথাতে হবে।

২০১৭ সালের এসএসসি সিএইচএসএল ২০১৭-এর ফলাফল প্রকাশিত হয়েছিল ২০১৮ সালের জুন মাসে।

টায়ার ১, ২ এবং ৩, মোট তিনটি স্তরে পরীক্ষা হয়ে প্রার্থী বাছাই করেছিল স্টাফ সিলেকশন কমিশন।

Read the full story in English

Government Jobs
Advertisment