স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) মাল্টি টাস্কিং (নন-টেকনিক্যাল) পদের জন্য বিজ্ঞপ্তি জারি করল। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, চলবে ২৯ মে ২০১৯ অবধি। ফি জমা দেওয়ার ক্ষেত্রে দু'দিন ছাড় দিয়েছে এসএসসি। প্রার্থীরা ৩১মে ২০১৯ অবধি পরীক্ষার ফি দিতে পারবে।
দুটি পরীক্ষার মধ্য দিয়ে প্রার্থী বাছাই করা হবে। টায়ার-১ এবং টায়ার-২ দুটি লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে তথ্য যাচাই প্রক্রিয়া এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে।
টায়ার-১ পরীক্ষাটি হবে ২ জুলাই থেকে ৬ আগস্ট ২০১৯ অবধি
টায়ার-২ পরীক্ষাটি হবে ১৭ নভেম্বর ২০১৯।
টায়ার-১ পরীক্ষাটি হবে মাল্টিপল চয়েস প্রশ্নে এবং টায়ার-২ পরীক্ষাতে থাকবে বর্ণনামূলক প্রশ্ন।
আরও পড়ুন ১০হাজার শূন্যপদে নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ স্টাফ সিলেকশন কমিটির
শিক্ষাগত যোগ্যতা
ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাশ।
বয়সসীমা
প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ এর মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে কতটা ছাড় পাওয়া যাবে, সেই সংক্রান্ত তথ্য মিলবে অফিসিয়াল ওয়েবসাইটে।
কীভাবে আবেদন করবেন?
১ প্রথমে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in এ যান
২ সাইটটির হোমপেজে ক্লিক করুন
৩ ‘লগ-ইন’ বক্সের ‘রেজিস্টার’ অপশনটিতে ক্লিক করুন
৪ বিস্তারিত তথ্য দিয়ে রেজিস্টার করুন
৫ নিজের ছবি আপলোড করে সমগ্র ফর্মটি পূরণ করুন।
৬ সবশেষে পেমেন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ন করুন।
আরও পড়ুন BSF recruitment 2019: মাসিক বেতন ৮১ হাজার, চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন
পরীক্ষার ফি
প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা অনলাইনের মাধ্যমে জমা করতে হবে।
প্রয়োজনীয় নথি
আধার কার্ড,
ভোটার কার্ড,
ড্রাইভিং লাইসেন্স,
প্যান কার্ড,
পাসপোর্ট,
স্কুল/কলেজ আইডি,
এমপ্লইয়ার কার্ড,
কাস্ট সার্টিফিকেট,
ইনকাম সার্টিফিকেট,
দুটো পাসপোর্ট সাইজ ফটো
বেতনক্রম
নির্বাচিত প্রার্থীরা ৫২০০টাকা থেকে ২০২০০ টাকা অবধি মাসিক বেতন পাবেন। এছাড়াও অন্যান্য ভাতা বাবদ ১৮০০ টাকা পাবেন।
গত বছরের মতো এবছরেও ১০হাজার শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি।
বিস্তারিত তথ্য জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট- ssc.nic.in
Read the full story in English