করোনার দাপটে এবার সরকারি নিয়োগের বেশ কয়েকটি পরীক্ষায় স্থগিতাদেশ জারি করল স্টাফ সিলেকশন কমিটি। combined higher secondary level exam (CHSL) এর টায়ার ওয়ান ২০১৯, জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা, স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি পরীক্ষা, CHSL 2019-এর স্কিল টেস্ট সব পরীক্ষায় পিছিয়ে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য।
তবে পরবর্তীতে কবে হবে এই পরীক্ষা সেই দিনক্ষণ কমপক্ষে এক মাস আগেই ঘোষণা করা হবে যাতে শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায়, এমনটাই জানিয়েছে এসএসসি। লকডাউন শেষ হওয়ার পর অন্যান্য পরীক্ষার বার্ষিক ক্যালেন্ডারের বিষয়েও পর্যালোচনা করা হবে।
এসএসসির তরফে স্পষ্ট জানান হয়, যেহেতু ১৫০টিরও বেশি শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে বিভিন শহরে যেতে হবে, যা এই সময় সম্ভব নয়। যতক্ষণ না সব বিধিনিষেধ তুলে না নেওয়া হচ্ছে ততক্ষণ পরীক্ষা কার্যকর করা সম্ভব নয় বলেই জানিয়েছে তাঁরা। লকডাউন ওঠার পরই তাই পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্টাফ সিলেকশন কমিশন।
এছাড়াও পরীক্ষার ফলাফল ঘোষণার ক্ষেত্রেও স্থগিতাদেশ বহাল রেখেছে এসএসসি। সম্প্রতি একটি নোটিশে তাঁরা জানিয়েছে, "কোভিড-১৯ অতিমারীর ফলে পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করা এই মুহুর্তে সম্ভব হচ্ছে না। মূল্যায়ণের কাজ এখনও বাকি।" ১৮ মে পর পরিস্থিতি পর্যালোচনা করে দেখবে কমিশন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন