সকাল হতেই সুখবর! কথা মতই কাজ করল SSC। এবছর নানা বিভাগে বিপুল হারে নিয়োগ হবে এই সম্পর্কে আগেই জানানো হয়েছিল, এবং হলও তাই। হাজারো পদে নিয়োগের বিজ্ঞপ্তি এবং ফর্ম ফিলাও থেকে পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। জেনে নিন বিস্তারিত।
দেশের নানা বিভাগে শুরু হতে চলেছে নিয়োগ। আগস্ট মাস থেকেই শুরু হচ্ছে পরীক্ষার মাধ্যমে নির্বাচন। জেনে নিন কোন পরীক্ষার জন্য কোন দিন ধার্য করা হয়েছে।
১) combind graduate level ( CGL study exam )
- বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে - ১০ সেপ্টেম্বর, ২০২২
- ফর্ম ফিলাপ - ১অক্টোবর, ২০২২
- পরীক্ষা হতে পারে ডিসেম্বর মাসে।
২) স্টেনোগ্রাফার গ্রেড C/D
- বিজ্ঞপ্তি :- ২০ আগস্ট, ২০২২
- ফর্ম ফিলাপ:- ৫ সেপ্টেম্বর, ২০২২
- পরীক্ষার নেওয়া হতে পারে নভেম্বর, ২০২২
৩) সেন্ট্রাল আর্মড ফোর্সেস SSF/ Rifleman
- বিজ্ঞপ্তি :- ১০ ডিসেম্বর, ২০২২
- ফর্ম ফিলাপ:- ১৯ জানুয়ারি, ২০২৩
- পরীক্ষা হতে পারে :- মার্চ এপ্রিলের মধ্যে।
৪) সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট
- বিজ্ঞপ্তি :- ১৫, সেপ্টেম্বর ২০২২
- ফর্ম ফিলাপ :- অক্টোবর ৩, ২০২২
- পরীক্ষা হতে পারে ডিসেম্বরে।
এছাড়াও, আরও নানা পদে নিয়োগ করা হবে। এবছরই জানানো হয়েছে কম করে ৪২০০০ শুন্য পদ নিয়োগ করা হবে। তারসঙ্গে বিশেষ করে এবছরের মধ্যে ১৫,৫০০ পদের নিয়োগ সম্পূর্ন করা হবে। সেই অনুযায়ী কাজ শুরু হয়েছে।
বিজ্ঞপ্তির মাধ্যমে নিজেদের পছন্দমত চাকরির দিনক্ষণ জেনে নিন একঝলকে। এই সমস্ত চাকরির ক্ষেত্রে দেশের যে কোনও জায়গার নাগরিক আবেদন করতে পারবেন। এছাড়াও তাদের নানান সুযোগ সুবিধা দেওয়া হবে।