Advertisment

উচ্চ মাধ্যমিক উতরোলেই এ চাকরি 'পাকা'! SSC-র মাধ্যমে নিয়োগ

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal bhatpara municipality recruitment 2023

এই চাকরি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

এবার স্টাফ সিলেকশন কমিশন বা SSC-এর মাধ্যমে স্টেনোগ্রাফার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দাদের ভারতীয় নাগরিকত্ব থাকলেই এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।

Advertisment

Stenographaer (Grade- C, Grade- D) পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে চাকরিপ্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। এছাড়াও স্টেনোগ্রাফিতে প্রয়োজনীয় ডিগ্রি থাকতে হবে।

আরও পড়ুন- মাধ্যমিক ডিঙোলেই ক্লার্কের চাকরি! সরকারি দফতরে দারুণ সুযোগ মুঠোয়!



বয়সসীমা ও বেতন-

Grade- C পদে চাকরির জন্য ১ অগাস্ট ২০২৩-এর হিসেব অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। Grade- D পদে চাকরির ক্ষেত্রে ১ অগাস্ট ২০২৩-এর হিসেব অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির চাকরিপ্রার্থীদের বয়সের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে। Grade- C পদে চাকরির জন্য কেন্দ্রীয় সরকারের বেতন কমিশনের পে লেভেল মেনে ৪২০০ টাকা কিংবা ৪৬০০ টাকা-সহ অন্য ভাতা দেওয়া হবে। Grade- D পদে চাকরির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বেতন কমিশনের পে লেভেল মেনে ২৪০০ টাকা-সহ অন্য ভাতা দেওয়া হবে।

আরও পড়ুন- এরাজ্যেই স্বাস্থ্য বিভাগে তাক লাগানো চাকরি! আবেদনের যোগ্য কারা?

আবেদন পদ্ধতি-

উপরোক্ত চাকরির জন্য অনলাইনে আবেদন করতে হবে। উপরোক্ত চাকরির জন্য আবেদন করতে আবেদনকারীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের এই লিংকটি দেখুন- ssc.nic.in

আরও পড়ুন- Indian Bank-এ যেন সোনার চাকরি! সুযোগ হারালে পস্তাবেন!

আবেদনের শেষ তারিখ-

উপরোক্ত চাকরির জন্য আগামী ২৩ অগাস্ট, ২০২৩-এর মধ্যে আবেদন করতে হবে।

আরও পড়ুন- কয়েক হাজার কর্মী নেবে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, আজই করুন আবেদন

SSC Government Jobs jobs
Advertisment