Advertisment

উচ্চ মাধ্যমিক পাশ করেছেন? জেলার আদালতে আছে দারুণ চাকরির সুযোগ!

এরাজ্যেই এক জেলার আদালতে কর্মী নিয়োগ করা হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
stenographer recruitment in jhargram court

জেলার আদালতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত।

এবার এরাজ্যেই এক জেলার আদালতে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের একটি জেলার আদালতে কর্মী নিয়োগ করা হবে। এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা-সহ প্রয়োজনীয় বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করা হল।

Advertisment

P.A/ Stenographer পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও স্টেনোগ্রাফিতে ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। এরই পাশাপাশি চাকরিপ্রার্থীদের কম্পিউটার ও প্রিন্টার অপারেট করার দক্ষতা থাকতে হবে।

আরও পড়ুন- কল্যাণী AIIMS-এ কর্মী নিয়োগ, কেন্দ্রীয় প্রতিষ্ঠানে মোটা টাকা বেতন

বয়সসীমা ও বেতন-

এই পদে চাকরির জন্য আবেদনকারীদের ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। এক্ষেত্রে মাসে বেতন মিলবে ১৩,৫০০ টাকা।

আরও পড়ুন- কেন্দ্রের সংস্থায় এযেন সোনার চাকরি! দ্রুত করুন আবেদন, সময় বয়ে যাচ্ছে!

আবেদন পদ্ধতি-

এই চাকরির জন্য প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। একটা সাদা কাগজে আবেদন করে প্রয়োজনীয় সব নথি নিয়ে নির্ধারিত দিনে নির্ধারিত ঠিকানায় পৌঁছে যেতে হবে।

এক্ষেত্রে চাকরিপ্রার্থীরা এই ওয়েবসাইটটি দেখতে পারেন- https://jhargram.gov.in/

আরও পড়ুন- কেন্দ্রের ভারত পেট্রোলিয়ামে কাজের সুযোগ, আবেদন করতে পারবেন কারা?

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা-

The Chairman, District Legal Servixes Authority, Jhargram, District Judges Court Complex, Jhargram, PIN- 721507

আরও পড়ুন- কয়েক হাজার Clerk নেবে ব্যাঙ্ক, শেষ দিন পেরনোর আগে করুন Apply

আবেদনপত্র জমার শেষ তারিখ-

উপরোক্ত চাকরির জন্য আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ আগামী ৩১ জুলাই, ২০২৩

Government Jobs West Bengal job
Advertisment