এবার এরাজ্যেই এক জেলার আদালতে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের একটি জেলার আদালতে কর্মী নিয়োগ করা হবে। এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা-সহ প্রয়োজনীয় বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করা হল।
P.A/ Stenographer পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও স্টেনোগ্রাফিতে ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। এরই পাশাপাশি চাকরিপ্রার্থীদের কম্পিউটার ও প্রিন্টার অপারেট করার দক্ষতা থাকতে হবে।
আরও পড়ুন- কল্যাণী AIIMS-এ কর্মী নিয়োগ, কেন্দ্রীয় প্রতিষ্ঠানে মোটা টাকা বেতন
বয়সসীমা ও বেতন-
এই পদে চাকরির জন্য আবেদনকারীদের ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। এক্ষেত্রে মাসে বেতন মিলবে ১৩,৫০০ টাকা।
আরও পড়ুন- কেন্দ্রের সংস্থায় এযেন সোনার চাকরি! দ্রুত করুন আবেদন, সময় বয়ে যাচ্ছে!
আবেদন পদ্ধতি-
এই চাকরির জন্য প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। একটা সাদা কাগজে আবেদন করে প্রয়োজনীয় সব নথি নিয়ে নির্ধারিত দিনে নির্ধারিত ঠিকানায় পৌঁছে যেতে হবে।
এক্ষেত্রে চাকরিপ্রার্থীরা এই ওয়েবসাইটটি দেখতে পারেন- https://jhargram.gov.in/
আরও পড়ুন- কেন্দ্রের ভারত পেট্রোলিয়ামে কাজের সুযোগ, আবেদন করতে পারবেন কারা?
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা-
The Chairman, District Legal Servixes Authority, Jhargram, District Judges Court Complex, Jhargram, PIN- 721507
আরও পড়ুন- কয়েক হাজার Clerk নেবে ব্যাঙ্ক, শেষ দিন পেরনোর আগে করুন Apply
আবেদনপত্র জমার শেষ তারিখ-
উপরোক্ত চাকরির জন্য আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ আগামী ৩১ জুলাই, ২০২৩