দেশের নানা পদে বিপুল নিয়োগ শুরু হয়ে গেছে। কনস্টেবল থেকে ইন্সপেক্টর সর্বত্রই শুরু হয়েছে বিপুল নিয়োগ। এবার জারি হল সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি। জেনে নিন বিস্তারিত।
পদের নাম - সাব ইন্সপেক্টর
শুন্য পদের সংখ্যা - ৩৭ টি। পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবে।
মাসিক বেতন - ৩৫,৪০০ থেকে পে লেভেল ৬ অনুযায়ী ১ লক্ষের কাছাকাছি।
বয়স - ২০ থেকে ২৫ বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবে।
কিভাবে করা যাবে আবেদন?
- অনলাইনে করতে হবে আবেদন। অফলাইনে করা যাবে না একেবারেই।
- আবেদন করে ফেললে সেটি আর বাতিল করা যাবে না কিংবা কিছু পরিবর্তন করা যাবে না।
- যেকোনও একটি বিভাগে আবেদন করতে পারবে।
নিজের কী কী তথ্য দিতে হবে :-
নিজের নাম, অভিভাবকের নাম, বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং বৈধ ইমেল আইডি।
শিক্ষাগত যোগ্যতা:- অবশ্যই যেকোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতেই হবে।
ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকলে ভাল। স্নাতক হলে তাকে অগ্রগণ্য।
কী কী ডকুমেন্ট লাগবে :-
- ভোটার এবং আঁধার কার্ড,
- বয়সের প্রমাণ
- রেসিডেনসিয়াল প্রুফ
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণ
- জাতিগত প্রমাণ
বিশেষ উল্লেখ্য - ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে।
নিজের সই এবং পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে স্ক্যান করে।
পরীক্ষার ধরণ :
একদম প্রথমে হবে শারীরবৃত্তীয় পরীক্ষা। এতে সফল হলেই লিখিত পরীক্ষা দিতে হবে। সেটি নির্দিষ্ট ইমেলের মাধ্যমে জানানো হবে। তাতে পাশ করলে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং নিয়োগ।
আবেদনের শেষ তারিখ - ১৪ই আগস্ট, ২০২২
আবেদনের অফিসিয়াল নোটিশ - < www.recruitment.itbpolice.nic.in >