scorecardresearch

বড় খবর

মাধ্যমিক পাশে সাব-ইন্সপেক্টর হওয়ার বিরাট সুযোগ! ভুলেও হাতছাড়া করবেন না

নামমাত্র যোগ্যতায় আবেদন করুন, জানুন বিস্তারিত

sub inspector recruitment
সাব ইন্সপেক্টর পদে নিয়োগ

দেশের নানা পদে বিপুল নিয়োগ শুরু হয়ে গেছে। কনস্টেবল থেকে ইন্সপেক্টর সর্বত্রই শুরু হয়েছে বিপুল নিয়োগ। এবার জারি হল সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি। জেনে নিন বিস্তারিত।

পদের নাম – সাব ইন্সপেক্টর

শুন্য পদের সংখ্যা – ৩৭ টি। পুরুষ এবং মহিলা উভয়েই আবেদন করতে পারবে।

মাসিক বেতন – ৩৫,৪০০ থেকে পে লেভেল ৬ অনুযায়ী ১ লক্ষের কাছাকাছি।

বয়স – ২০ থেকে ২৫ বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবে।

কিভাবে করা যাবে আবেদন?

  • অনলাইনে করতে হবে আবেদন। অফলাইনে করা যাবে না একেবারেই।
  • আবেদন করে ফেললে সেটি আর বাতিল করা যাবে না কিংবা কিছু পরিবর্তন করা যাবে না।
  • যেকোনও একটি বিভাগে আবেদন করতে পারবে।

নিজের কী কী তথ্য দিতে হবে :-

নিজের নাম, অভিভাবকের নাম, বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং বৈধ ইমেল আইডি।

শিক্ষাগত যোগ্যতা:- অবশ্যই যেকোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতেই হবে।

ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকলে ভাল। স্নাতক হলে তাকে অগ্রগণ্য।

কী কী ডকুমেন্ট লাগবে :-

  • ভোটার এবং আঁধার কার্ড,
  • বয়সের প্রমাণ
  • রেসিডেনসিয়াল প্রুফ
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণ
  • জাতিগত প্রমাণ

বিশেষ উল্লেখ্য – ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে।

নিজের সই এবং পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে স্ক্যান করে।

পরীক্ষার ধরণ :

একদম প্রথমে হবে শারীরবৃত্তীয় পরীক্ষা। এতে সফল হলেই লিখিত পরীক্ষা দিতে হবে। সেটি নির্দিষ্ট ইমেলের মাধ্যমে জানানো হবে। তাতে পাশ করলে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং নিয়োগ।

আবেদনের শেষ তারিখ – ১৪ই আগস্ট, ২০২২

আবেদনের অফিসিয়াল নোটিশ – [ www.recruitment.itbpolice.nic.in ]

Stay updated with the latest news headlines and all the latest Jobs news download Indian Express Bengali App.

Web Title: Sub inspector recruitment govt jobs here are the basic