বিরাট সুখবর চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। সুপ্রিম কোর্টে শুরু হতে চলেছে নিয়োগ। বিজ্ঞপ্তির মাধ্যমে বেঁধে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা। জেনে নিন বিস্তারিত।
পদের নাম :- জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট।
শূন্য পদের সংখ্যা :- ২১০ টা
শিক্ষাগত যোগ্যতা :- কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। এবং অবশ্যই কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। প্রতি মিনিটে কম করে ৩৫ টি ইংরেজি শব্দ টাইপ করতে হবে।
বয়স :- বয়স হতে হবে ১৮ থেকে ৩০। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীরা ৫ বছর এবং ৩ বছরের ছার পাবেন।
বেতন :- লেভেল পে ৬ অনুযায়ী ৩৫,৪০০ টাকা পেতে হবে।
আবেদনের পদ্ধতি :- অনলাইন মাধ্যমে আবেদন করা যাবে। www.sci.gov.in - এই ক্ষেত্রে আবেদন করা যাবে।
বিশেষ উল্লেখ্য :-
- প্রতিবন্ধীদের জন্য থাকবে বিশেষ সুযোগ।
- বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর দিতে হবে।
- আবেদনের ফি ধার্য করা হয়েছে ৫০০ টাকা। SC ST OBC দের জন্য ২৫০ টাকা।
- অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে।
- যে বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন:-
- রঙিন ফটো আপলোড করতে হবে। নির্দিষ্ট সাইজ মেনে সই আপলোড করতে হবে।
- আধার কার্ড এবং পাসপোর্ট থাকলে খুব ভাল।
- টাকা জমা না দিলে আবেদন গ্রাহ্য হবে না।
পরীক্ষার মাধ্যম :- লিখিত পরীক্ষা, টাইপ টেস্ট ছাড়াও ইন্টারভিউ হবে।
এছাড়া নিজের মেডিক্যাল ফিটনেস সংক্রান্ত তথ্য জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ :- ১০ জুলাই, ২০২২
অফিসিয়াল নোটিশ :- < https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/f7769d6a9b72b2acb0dc941e698cab67f5931dd568364f7d2cb771d2bd063f93.pdf >