চাকরি প্রার্থীদের ক্ষেত্রে বিরাট সুখবর! সুপ্রিম কোর্টে চলছে বিপুল নিয়োগ

আবেদনের সবকিছু জেনে নিন বিস্তারিত

আবেদনের সবকিছু জেনে নিন বিস্তারিত

author-image
IE Bangla Web Desk
New Update
supreme court, delhi

সুপ্রিম কোর্টে নিয়োগ

বিরাট সুখবর চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। সুপ্রিম কোর্টে শুরু হতে চলেছে নিয়োগ। বিজ্ঞপ্তির মাধ্যমে বেঁধে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা। জেনে নিন বিস্তারিত।

Advertisment

পদের নাম :- জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট।

শূন্য পদের সংখ্যা :- ২১০ টা

শিক্ষাগত যোগ্যতা :- কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। এবং অবশ্যই কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। প্রতি মিনিটে কম করে ৩৫ টি ইংরেজি শব্দ টাইপ করতে হবে।

Advertisment

বয়স :- বয়স হতে হবে ১৮ থেকে ৩০। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীরা ৫ বছর এবং ৩ বছরের ছার পাবেন।

বেতন :- লেভেল পে ৬ অনুযায়ী ৩৫,৪০০ টাকা পেতে হবে।

আবেদনের পদ্ধতি :- অনলাইন মাধ্যমে আবেদন করা যাবে। www.sci.gov.in - এই ক্ষেত্রে আবেদন করা যাবে।

বিশেষ উল্লেখ্য :-

  • প্রতিবন্ধীদের জন্য থাকবে বিশেষ সুযোগ।
  • বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর দিতে হবে।
  • আবেদনের ফি ধার্য করা হয়েছে ৫০০ টাকা। SC ST OBC দের জন্য ২৫০ টাকা।
  • অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে।
  • যে বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন:-
  • রঙিন ফটো আপলোড করতে হবে। নির্দিষ্ট সাইজ মেনে সই আপলোড করতে হবে।
  • আধার কার্ড এবং পাসপোর্ট থাকলে খুব ভাল।
  • টাকা জমা না দিলে আবেদন গ্রাহ্য হবে না।

পরীক্ষার মাধ্যম :- লিখিত পরীক্ষা, টাইপ টেস্ট ছাড়াও ইন্টারভিউ হবে।

এছাড়া নিজের মেডিক্যাল ফিটনেস সংক্রান্ত তথ্য জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ :- ১০ জুলাই, ২০২২

অফিসিয়াল নোটিশ :- < https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/f7769d6a9b72b2acb0dc941e698cab67f5931dd568364f7d2cb771d2bd063f93.pdf >

supreme court Govt of India job Recruitment jobs